Mukhtar Abbas Naqvi: লোকসভায় প্রার্থী নাকি উপরাষ্ট্রপতি? রাজ্যসভায় নাম না থাকা নকভিকে নিয়ে জল্পনা
Mukhtar Abbas Naqvi (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৩১ মে: সবাইকে অবাক করে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি-কে রাজ্যসভায় প্রার্থী করল না বিজেপি। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার অব্বাস নকভি-কে কি তাহলে উপরাষ্ট্রপতি পদে বসাতে চাইছে বিজেপি? কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নকভি-কে উপরাষ্ট্রপতি পদে বসিয়ে মুসলিম ভোট কাছে টানার কৌশলের পথেই কি হাঁটছেন নাড্ডা-শাহরা। তবে এমনও শোনা যাচ্ছে রাজ্যসভায় নয়, নকভির জনপ্রিয়তাকে কাজ লাগিয়ে সংখ্যালঘু ভোট পেতে তাঁকে লোকসভায় উপনির্বাচনে প্রার্থী করা হতে পারে। প্রসঙ্গত, নকভিই এখন মোদী মন্ত্রিসভার একমাত্র মুসলিম মুখ।

আগামী ২৩ জুন উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। সমাজবাদী পার্টির নেতা আজম খান রামপুর কেন্দ্র থেকে সাংসদ হিসেবে ইস্তফা দিয়েছেন। কারণ ক মাস আগে তিনি উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হয়েছে। রাজ্য রাজনীতিতে মনোনিবেশ করতে আজম খান সাংসদ পদ ছেড়েছেন। আজমের ছেড়ে আসা লোকসভা আসন জিততেই তাই নকভিকে প্রার্থী করতে পারে বিজেপি। ২৩ জুন রামপুর লোকসভা উপনির্বাচন। যেখানে রাজ্যসভায় নকভি-র মেয়াদ শেষ হচ্ছে ৭ জুলাই।

মুকতার আব্বাস নকভি-র রাজ্যসভায় তিনবার থাকা হয়ে গিয়েছে। ফলে দলের নতুন নিয়ম অনুযায়ী তাঁকে ফের রাজ্যসভায় পাঠানো যাবে না। এমনও শোনা যাচ্ছে, নকভিকে কোনও এক বড় রাজ্যের রাজ্যপাল পদে বসানো হতে পারে। আগামী ১০ জুন ১৫টি রাজ্যের ৫৭টি আসনে রাজ্যসভার আসনে ভোট।