বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর (Photo Credits: ANI/Twitter)

আসন্ন লোকসভা নির্বাচনে প্রথম দফায় দেশের ১৬টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ১৯১ জন প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। প্রথম দফার প্রার্থী তালিকায় নরেন্দ্র মোদী (বারাণসী) থেকে অমিত শাহ (গান্ধীনগর), রাজনাথ সিং (লখনৌ) থেকে স্মৃতি ইরানি (আমেথি)-রা থাকলেন। বিজেপি-র তালিকায় তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম থাকল। তবে বেশ কয়েকজন হেভিওয়েট বিজেপি মন্ত্রী-সাংসদ বাদ পড়লেন। তাদের মধ্যে আছেন বিতর্কিত সাধ্বী প্রজ্ঞা (ভোপাল), কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষি লেখি (নতুন দিল্লি), রমেশ বিদুরি (দিল্লি), জন বার্লা (আলিপুরদুয়ার), প্রবেশ ভর্মা (পশ্চিম দিল্লি), প্রতিমা ভৌমিক (পশ্চিম ত্রিপুরা)।

সাধ্বী প্রজ্ঞার জায়গায় ভোপাল থেকে বিজেপি প্রার্থী করল অলোক শর্মা-কে। জন বার্লার বদলে আলিপুরদুয়ারে প্রার্থী হলেন মনোজ টিগ্গা। নতুন দিল্লি কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষি লেখির জায়গায় বিজেপি টিকিট দিল সুষমা স্বরাজের মেয়ে বানসুরা স্বরাজ-কে। কেন্দ্রীয় মন্ত্রীর আসন পশ্চিম ত্রিপুরায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-কে প্রার্থী করল বিজেপি। প্রবেশ ভর্মা-র জায়গায় পশ্চিম দিল্লি থেকে গেরুয়া শিবির দাঁড় করালো কনলজিত শেরওয়াত-কে।

দক্ষিণ দিল্লিতে সংসদে বিতর্কিত কথা বলা রমেশ বিদুরিকে সরিয়ে দাঁড় করানো হল রমবীর বিদুরি-কে। তবে বিজেপির সবচেয়ে বড় চমক চাঁদনি চক থেকে গত দু বার অনায়াসে জেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে টিকিট না দিয়ে, তার বদলে প্রবীন খান্ডেলওয়ালকে দাঁড় করানো। চাঁদনি চকে এবার আপ সমর্থিত কংগ্রেস প্রার্থী হতে পারেন অলোকা লাম্বা। গৌতম গম্ভীর ঘোষণা করেছেন তিনি এবার প্রার্থী হবেন না। ফলে একমাত্র ভোজপুরী নায়ক মনোজ তিওয়ারি ছাড়া দিল্লিতে এবার বিজেপির সবাই নতুন প্রার্থী। দিল্লিতে আপ-কংগ্রেস জোট হওয়ায় গত দু বার রাজ্যের ১০০ শতাংশ আসনে জেতা বিজেপি চাপে আছে।