ফের কানাডায় হিন্দু মন্দিরের ওপর হামলা। অভিযোগের তীর খালিস্তানিদের বিরুদ্ধে। যদিও এই নিয়ে কার্যত নীরব জাস্টিন ট্রুডোর সরকার। জানা যাচ্ছে, এডমন্টের বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরে (BAPS Swaminarayan Mandir) মোদীবিরোধী স্লোগান লেখা হয়। সেই সঙ্গে নষ্ট করা হয় মন্দির চত্বরের একাধিক জিনিসপত্র। পাশাপাশি কানাডার ভারতীয় বংশোদ্ভূত সাংসদ চন্দ্র আর্যের বিরুদ্ধেও স্লোগান লেখা হয়েছে। দেওয়ালে লেখা হয়, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আর্য হিন্দু সন্ত্রাসবাদী ও কানাডার শত্রু।' এই লেখা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে ভারত ও কানাডা দুই দেশেই। এবার এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল।
বৃহস্পতিবার তিনি বলেন, এডমন্ট এলাকায় যে মন্দিরের ওপর হামলা করা হয়েছে তা আমরা তীব্রভাবে নিন্দা করছি। দিল্লি কানাডা সরকারকে বলা হচ্ছে তাঁরা যেন এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নেয়। আমরা দেখতে চাই যে স্থানীয় প্রশাসন এই ঘটনার বিরুদ্ধে দ্রুত ও শক্তিশালী কোনও পদক্ষেপ নিচ্ছে। আবারও কানাডায় হিন্দু মন্দিরে হামলার ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবং কোন উদ্দেশ্য নিয়ে কারা করছে তা বুঝতে কারোরই অসুবিধা হচ্ছে না। তবে সাম্প্রতিকতম এই ঘটনাগুলির বিরুদ্ধে কানাডা সরকার সেভাবে কোনও পদক্ষেপ নিচ্ছে না। এই উগ্রবাদীদের সমর্থন করে কানাডাকে নিয়ে ভারতের যে ভাবমূর্তি রয়েছে তা ধীরে ধীরে ক্ষুন্ন হচ্ছে।
#WATCH | On the reports on the vandalization of the Temple in Edmonton, Canada, MEA Spokesperson Randhir Jaiswal says, "We have strongly taken up the matter with Canadian authorities, both in Delhi and Ottawa. We condemn the vandalization. We expect the local authorities to take… pic.twitter.com/rH4gMD3uPZ
— ANI (@ANI) July 25, 2024
প্রসঙ্গত, কানাডায় এই প্রথম ভারতীয় মন্দিরের ওপর হামলা হয়েছে তা কিন্তু নয়। খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন খোদ জাস্টিন ট্রুডো। আর সেই নিয়ে তেলে বেগুনে জ্বলে উঠেছিল খালিস্তানপন্থীরা। সেই সময় একাধিক হিন্দু মন্দিরে ভাঙচুড় করেছিল তাঁরা। সেই সময়ও কাউকে ধরেনি স্থানীয় প্রশাসন।