Representative Image (Photo Credit: File Photo)

থানে: মহারাষ্ট্রের থানে জেলার ৪১ বছর বয়সী এক ব্যক্তি তার স্ত্রীকে ফোন করে তার কণ্ঠস্বর শোনার ইচ্ছা প্রকাশ করার কয়েক মিনিট পরে আত্মহত্যা করেছেন বলে শুক্রবার এক কর্মকর্তা জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোম্বিভলির (Dombivali) বাসিন্দা সুধাকর যাদব ও তাঁর স্ত্রী সঞ্জনা যাদবের (৩১) মধ্যে গত ১৯ ডিসেম্বর ছোটখাটো ঝগড়া হয়। এরপর তাঁর স্ত্রী বোনের সঙ্গে থাকতে চলে যান। পুলিশের মতে, পরের দিন সকাল ১০টা নাগাদ তিনি তাঁর স্ত্রীকে ফোন করে বলেন তিনি তাঁর গলা দুই মিনিটের জন্য শুনতে চান। এরপর পুলিশকে স্ত্রী জানান যে তাঁকে তাঁর স্বামী ওয়্যাটসঅ্যাপে একটি ছবি পাঠান যেখানে দেখা যাচ্ছে তাঁর স্বামী গলায় দড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। Uttar Pradesh: বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দুই বোনের

এরপর তাঁর স্ত্রী ভয় পেয়ে যান এবং তাঁর প্রতিবেশীদের অনুরোধ করেন যেন একবার গিয়ে তাঁর স্বামীকে দেখে আসেন। এরপর যখন তাঁর প্রতিবেশীরা তাঁকে দেখতে যান তখন সেই ঘর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। একজন প্রতিবেশী ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। এরপর পুলিশের মতে তিনি গিয়ে দেখেন সুধাকর গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছেন। এরপর ডোম্বিভিলির বিষ্ণু নগর (Vishnu Nagar) পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি মামলা দায়ের করেছে এবং আত্মহত্যার সঠিক কারণ জানার চেষ্টা করছে।