দিল্লি, ২৭ এপ্রিল: নরেন্দ্র মোদী (Narendra Modi) 'বিষধর সাপের মত'। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) ওই মন্তব্য নিয়ে গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে। মল্লিকার্জুন খাড়গে কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এই ধরনের মন্তব্য করলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, মল্লিকার্জুন খাড়গে যা বলেছেন, তা গান্ধী পরিবারের চিন্তার ফসল। গান্ধী পরিবার প্রধানমন্ত্রীকে নিয়ে যা ভাবে, সেটাই নির্বাচনের প্রচারে ব্যক্ত করেছেন খাড়গে। কংগ্রেস নেতাকে এভাবেই কটাক্ষ করেন স্মৃতি ইরানি। মল্লিকার্জন খাড়গে প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেও সাফাই দেন। তিনি বলেন, বিজেপির চিন্তাভাবনাকে কটাক্ষ করে তিনি ওই মন্তব্য করেছেন। অথচ বিজেপির 'আইডিওলজি' সর্বাগ্রে দেশ। তাই 'বিষধর সাপ' মন্তব্যে খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নয়, দেশকে আক্রমণ করেছেন বলে কটাক্ষ করেন স্মৃতি ইরানি।
#WATCH | Mallikarjun Kharge's statement is a reflection of what the Gandhi family feels about PM...He gave clarification that he was attacking BJP's ideology. BJP's ideology is nation first. So is he saying he was not attacking PM Modi, rather he was attacking India: Union… pic.twitter.com/tKDxoj2KMJ
— ANI (@ANI) April 27, 2023
প্রসঙ্গত কর্ণাচকের কালাবুর্গিতে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন মল্লিকার্জুন খাড়গে। মোদী সম্পর্কে কংগ্রেস নেতার ওই মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে জোরদার রাজনৈতিক চর্চা।