
ফের চিন্তা বাড়াচ্ছে করোনা (Corona)। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি মহারাষ্ট্রেও থাবা বসাচ্ছে এই মারণ রোগ। বিশেষ করে মুম্বইতে গত ২৪ ঘন্টায় ২৬ জন আক্রান্ত হয়েছেন। গত জানুয়ারি থেকে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ১৩২ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১২৬ জন মুম্বইতে বাসিন্দা। তবে সকলেরই মৃদু উপসর্গ ছিল বলে জানা গিয়েছে। এরমধ্যে কয়েকজনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে এরমধ্যেও ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, মৃতদের মধ্যে করোনা বেশ ভালোভাবেই থাবা বসিয়েছিল। সেই কারণে তাঁদের মৃত্যু হয়।
আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্য স্বাস্থ্য দফতরের
যদিও রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে রাজ্য সরকার যথেষ্ট সচেতন এবং সবধরনের করোনা নির্দেশিকা মেনে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই যাঁরা আক্রান্ত রয়েছেন তাঁদের পরিবারের ওপর নজরদারি রাখা হয়েছে। এমনকী রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ারই পরামর্শ দিয়েছে।
সোয়াব টেস্ট হয়েছে ৬ হাজার মানুষের
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষ সোয়াব টেস্ট করেছে। যাঁদের মধ্যে পজিটিভ হয়েছেন ১৩২ জন। গত ২৪ ঘন্টায় যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছে।