মুম্বই, ১ সেপ্টেম্বর: দোকানের সামনে পোস্টার লাগানো যাবে না। এমনই জানিয়েছিলেন এক বৃদ্ধা। এমএনএস কর্মীর সামনে নিজের বক্তব্যকে স্পষ্টভাবে বলায় এবং দোকানের সামনে পোস্টারে আপত্তি করায়, বৃদ্ধাকে (Old Woman) চড় মারা হয়। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। যেখানে ওই বৃদ্ধা নিজের দোকানের সামনে কোনওভাবে এমএনএসের (MNS) পোস্টার লাগাতে দেবেন না বলে জানান। এরপরই ওই এমএনএস কর্মী বৃদ্ধাকে সপাটে থাপ্পড় মারেন। যা দেখে অবাক হয়ে যান সেখানে হাজির প্রত্যেকে। পোস্টার লাগাতে না করায়, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ওই কর্মী কীভাবে চড় মারলেন বৃদ্ধাকে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ওই কর্মীর চড়ের পর বৃদ্ধাও রেগে যান। তিনি সামনে গিয়ে বিষয়টি প্রতিবাদ শুরু করেন। বৃদ্ধা যে ভয় না পেয়ে প্রতিবাদ করেন, তা দেখে অনেকেই তাঁর প্রশংসা করেন।
আরও পড়ুন: Anubrata Mandal: অভিষেককে ইডির তলব নিয়ে প্রশ্ন করতেই 'ক্ষেপে' উঠলেন অনুব্রত
এমএনএস কর্মীর কাজের প্রতিবাদ করায় ওই বৃদ্ধাকে চড়ের পর তাঁকে টেনেহেঁচড়ে মাটিতে ফেলে দেওয়া হয়। সেই সঙ্গে এমএনএস কর্মীর কীর্তির প্রতিবাদ জানান প্রত্যেকে।
SHOCKING!
[WATCH] MNS Neta caught on camera slapping an old woman when she objected to a poster being put up in front of her shop.@Shivani703 with details.#MNS #Mumbai pic.twitter.com/W1MM09Y0wc
— TIMES NOW (@TimesNow) September 1, 2022