গতবছর মহারাষ্ট্রে (Maharashtra) বিধানসভা নির্বাচন হয়েছে। ইন্ডিয়া জোটকে হারিয়ে রাজ্যে সরকার গড়েছে বিজেপি, শিবসেনা (শিন্ডে) ও এনসিপি (অজিত পাওয়ার) জোট। তবে বছর ঘুরতে না ঘুরতেই জোট সরকারের মধ্যে মতানৈক্য শুরু হয়েছে। যদিও ঠিক কোন বিষয়ে এই মতপার্থক্য হচ্ছে, সেই নিয়ে স্পষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে এর প্রভাব যে আগামী পুরনির্বাচনে পড়ছে, সেটা কিন্তু এখন থেকে বোঝা যাচ্ছে। কারণ বৃহন্মুম্বই পুরসভা নির্বাচনের বেশ কয়েকটি আসনে এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
মন্ত্রিসভায় রদবদল হচ্ছে না
বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, বিজেপি এককভাবে বেশ কয়েকটি আসনে লড়বে। তবে কোন কোন আসনে লড়বে সেটা এখনও সিদ্ধান্ত নেয়নি দল। যদিও এরমধ্যেই রাজনৈতিক অন্দরে গুঞ্জন শোনা যাচ্ছিল, মন্ত্রিসভায় বেশকিছু রদবদল করতে পারে ফড়নবীশ। কারণ শরিক দলের বেশ মন্ত্রীদের কাজ নিয়ে অসন্তোষ রয়েছে তাঁর। যদিও এদিন দেবেন্দ্র ফড়নবীশ এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেন, এবছর কোনও রদবদল হচ্ছে না। সেই সঙ্গে কোনও মন্ত্রীরই কর্মদক্ষতা পর্যালোচনা করা হচ্ছে না।
ইন্ডিয়া জোটের মধ্যেও বাড়ছে সংঘাত
প্রসঙ্গত, একদিকে যখন শাসক শিবিরে শরিক দলগুলির মধ্যে মতপার্থক্যের কারণে দুরত্ব সৃষ্টি হচ্ছে, তখন অপরদিক মহাবিকাশ আঘাড়ীর অন্দরে কোন্দল শুরু হয়েছে। আসন সমঝোতা নিয়ে ইন্ডিয়া শিবিরের দুই সহযোগী দল কংগ্রেস ও শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির)-র মধ্যে সংঘাত দেখা যাচ্ছে।