Car Plunged Into a Ravine (Photo Credits: Instagram)

সাতরা, ১১ জুলাইঃ জলপ্রপাত দেখতে গিয়ে খাদে পড়ল গাড়ি। সাংঘাতিক কাণ্ড মহারাষ্ট্রের (Maharashtra) সাতরায়। মরতে মরতে বাঁচলেন যুবক।

সাতরায় পাটান তালুকের সদাওয়াঘাপুর এলাকার টেবিল পয়েন্টে (Table Point) বিপরীত জলপ্রপাত (Reverse Waterfall) পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। আর সেই রিভার্স জলপ্রপাত দেখতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন বছর কুড়ির এক যুবক। জলপ্রপাতের কাছে গভীর খাদে পড়েছে যুবকের গাড়ি। কেবলমাত্র কপালের জোরে এ যাত্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি।

জলপ্রপাত দেখতে এসে কেলেঙ্কারি কাণ্ড

৯ জুলাই, বুধবার বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটেছে। সেই সময়ে টেবিল পয়েন্টে বেশ কয়েকজন পর্যটক উপস্থিত ছিলেন। বন্ধুদের সঙ্গে এসেছিলেন সাহিল যাদব। বন্ধুরা গাড়ি থেকে নেমে ঘুরে দেখছেন চারিদিকরা। ছবি তুলছিলেন প্রকৃতির। আর সাহিল গাড়িটি ঘোরানোর চেষ্টা করছিলেন। এমন সময়ে গাড়ির টায়ার ভেজা ঘাসের উপর পিছলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি গিয়ে সোজা খাদে পড়ে। প্রায় ৩০০ ফুট গভীর খাদ থেকে সাহিলকে তৎপরতার সঙ্গে উদ্ধার করে আনেন স্থানীয় বাসিন্দারা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছেন তিনি। সাহিলের এক বন্ধুর ক্যামেরাতেই দুর্ঘটনার দৃশ্যটি রেকর্ড হয়েছে।

 খাদে পড়ল গাড়ি

এই ঘটনার পড়েই পর্যটকদের টেবিল পয়েন্টের কাছে সতর্কতা অবলম্বন করার এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। বিশেষ করে ওই স্থানে ছবি তোলার ক্ষেত্রে সম্ভাব্য বিপদ এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন অবলম্বন করতে বলা হয়েছে পর্যটকদের।