ভোপাল, ১০ জানুয়ারিঃ প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে কয়েক কোটি টাকা কর ফাঁকির অভিযোগ। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপালে (Bhopal) প্রাক্তন বিধায়কের বাড়িতে তদন্ত অভিযান চালায় আয়কর বিভাগ। বিপুল সোনার গয়না, কোটি কোটি নগদ টাকা, বেনামী আমদানি করা গাড়ি ছাড়াও, প্রাক্তন বিজেপি বিধায়ক হরবংশ সিং রাঠোরের (Harvansh Singh Rathore) বাড়ির ভিতর একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে তিনটি কুমির।
গত রবিবার থেকে মধ্যপ্রদেশের সাগরে প্রাক্তন বিজেপি বিধায়ক হরবংশ সিং রাঠোরের বাড়িতে অভিযান চালাচ্ছে আয়কর দফতর। কেবল প্রাক্তন বিধায়কই নয়, প্রাক্তন কাউন্সিলর রাজেশ কেশরওয়ানির (Rajesh Kesharwani) বাড়িতেও তল্লাশি চলছে। কেশরওয়ানির সঙ্গে মিলে বিড়ির ব্যবসা চালাতেন রাঠোর। দুই প্রাক্তন রাজনৈতিক নেতা এবং ব্যবসায়িক সঙ্গীর বিরুদ্ধে কোটি কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। তল্লাশি অভিযানে আয়কর দফতরের হাতে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ নথি। অভিযানে ১৫৫ কোটি টাকার কর ফাঁকির তথ্য পাওয়া গিয়েছে। যার মধ্যে কেশরওয়ানি একাই ১৪০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ। তাঁর বাড়িতে তল্লাশির সময়ে সেই সম্পর্কিত নথিও পাওয়া গিয়েছে। তিনি নির্মাণ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গিয়েছে।
কেশরওয়ানির বিড়ি ব্যবসার সঙ্গী তথা প্রাক্তন বিজেপি বিধায়ক হরবংশ সিং রাঠোরের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আয়জর দফরের। ১৪ কেজির সোনার গয়না, নোটের পাহাড়, বেনামী গাড়ির পাশাপাশি প্রাক্তন বিধায়কের বাড়ির একটি পুকুর থেকে মিলেছে তিনটি কুমির। কুমিরগুলো উদ্ধারের জন্যে বন বিভাগকে খবর দিয়েছে আয়কর দফতর।