ভোপাল, ১ অগাস্ট: ফেক বা ভুয়ো কার্ডিওলজিস্টের (Cardiologist) হাতে মৃত্যু ৫ রোগীর। পরপর ৫ রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন ভুয়ো কার্ডিওলজিস্টের হাতে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের (US) একজন বৈধ চিকিৎসক (Doctor) হিসেবে দাবি করেছিলেন নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব নামে এক ব্যক্তি। ফলে রমরম করে তাঁর রোগী দেখাও শুরু হয়ে যায়। তবে মিথ্যের সেই দেওয়াল ভেঙে যায় অচিরেই। জানা যায়, নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব নামে যে ব্যক্তি নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ডিওলজিস্ট হিসেবে দাবি করছিলেন, তিনি আদতে ভুয়ো।
মধ্যপ্রদেশ বিধানসভায় ওই ব্যক্তির কিছু কাগজপত্র দেখানো হয়। যে কাগজপত্রের মাধ্যমে সামনে আসে, ওই চিকিৎসক ঠিক কতটা ভুয়ো, সে বিষয়ে। সেখানেই জানা যায়, ওই ভুয়ো চিকিৎসক নিজের মিথ্যে পরিচয় দিয়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতেন। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরপর ১২টি অ্যাঞ্জিওপ্লাস্টি করান ওই চিকিৎসক। এইসব করেই শেষ পর্যন্ত ওই চিকিৎসক ধরা পড়ে যান।