ভোপাল, ১১ ডিসেম্বর: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব (Mohan Yadav)। সোমবার মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মোহন যাদবের নাম প্রকাশ করা হয়। উজ্জয়িন দক্ষিণ বিধানসভা থেকে নির্বাচিত হন বিজেপির মোহন যাদব। এবার তাঁকেই মুখ্যমন্ত্রীর পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ২০১৩ সালে প্রথম বিধায়ক হিসেবে নির্বাচিত হন মোহন যাদব। তখন থেকেই তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর ২০১৮ সালেও তিনি বিধায়ক নির্বাচত হন। পরপর ৩বার জয়ের পর এবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে বসছেন মোহন যাদব।
২০২০ সালে মোহন যাদব মধ্যপ্রদেশের মন্ত্রী হন। ওই সময় থেকেই মোহন যাদবের ক্ষমতা আরও বেশি করে প্রসারিত হতে শুরু করে। শিবরাজ সিংহের (Shivraj Singh Chauhan) মন্ত্রিসভায় থেকেও মোহন যাদবের ক্ষমতা ক্রমাগত প্রসারিত হতে শুরু করলে, এবার তাঁকেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপি নেতৃত্বের তরফে।
দেখুন ট্যুইট...
#Breaking| Mohan Yadav to be the next CM of Madhya Pradesh#MadhyaPradesh #MadhyaPradeshCM pic.twitter.com/1Ctm4i3XD5
— IndiaToday (@IndiaToday) December 11, 2023
১৯৬৫ সালে মধ্যপ্রদেশের উজ্জয়িনে জন্ম হয় মোহন যাদবের। বেশ কম বয়স থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। রাজনীতির পাশাপাশি মোহন যাদব একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
মোহন যাদবের নাম মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণার পর সোমবার তাঁকে শুভেচ্ছা জানান শিবরাজ সিংহ চৌহান। মোহন যাদবের মাথায় হাত রেখে তাঁকে আশীর্বাদ করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ।
দেখুন ভিডিয়ো...
#WATCH | BJP leaders including Shivraj Singh Chauhan, congratulate party leader Mohan Yadav after he was named as the new Chief Minister of Madhya Pradesh pic.twitter.com/SibAIt4Cnh
— ANI (@ANI) December 11, 2023