MP Man Who Urinates On Tribal (Photo Credit: ANI)

ভোপাল, ৫ জুলাই: মধ্যপ্রদেশে (Madhya Pradesh) আদিবাসী শ্রমিকের গায়ে মূত্রত্যাগের জেরে গ্রেফতার করা হল প্রভেস শুক্ল নামে এক ব্যক্তিকে। প্রভেস শুক্লর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। প্রভেস শুক্লকে পুলিশ হেফাজতে নিয়ে তাঁকে জেরা করা হচ্ছে বলে খবর। ঘটনার জেরে শোরগোল ছড়ালে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, অভিযুক্তকে কোনওভাবে রেয়াত করা হবে না। উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে প্রভেস শুক্লর বিরুদ্ধে। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার দিকে খেয়াল রাখা হবে বলেও স্পষ্ট জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিজেপি নেতা বলে কি প্রভেস শুক্ল কোনওভাবে ছাড় পেতে পারেন কি না বলে প্রশ্ন করা হয় শিবরাজ সিং চৌহানকে। যার উত্তরে তিনি বলেন, অপরাধীদের যমন কোনও জাত, ধর্ম হয় না, তেমনি কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায়ও তারা থাকতে পারে না। তাই  অভিযুক্তর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানান শিবরাজ সিং চৌহান।

 

প্রভেস শুক্ল নামের মধ্যপ্রদেশের ওই বিজেপি নেতাকে দেখা যায়, তিনি এক আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাব করছেন। ১১ সেকেন্ড এই ভিডিয়োটিতে এই বিজেপি নেতার মুখে ধরানো সিগারেট, তাকে দেখে মদ্যপ বলেও মনে হচ্ছে। মধ্যপ্রদেশের সিদ্ধি জেলার ঘটনা এটি। সিদ্ধি জেলার ওই ঘটনার বেশ কিছুদিন পর ভিডিয়োটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

 

এরপরই পুলিশ প্রভেস শুক্লকে গ্রেফতার করে।