Black Fungus: রাজস্থান-উত্তরপ্রদেশে মহামারী, এবার মধ্যপ্রদেশে সংক্রামক হিসেব ঘোষিত ব্ল্যাক ফাঙ্গাস

ক্রমেই ভয়ানক হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) সংক্রমণ। যাকে বলা হয় মিউকরমাইকোসিস (Mucormycosis)। ইতিমধ্যেই রাজস্থান ও তেলেঙ্গানায় ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে।

ছবি ট্য়ুইটার

নতুন দিল্লি, ২২ মে: ক্রমেই ভয়ানক হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)

সংক্রমণ। যাকে বলা হয় মিউকরমাইকোসিস (Mucormycosis)। ইতিমধ্যেই রাজস্থান ও তেলেঙ্গানায় ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। এবার মধ্যপ্রদেশে ছত্রাকবাহিত এই ব্ল্যাক ফাঙ্গাস রোগকে নোটিফায়েড সংক্রামক ( Notified Infectious Disease) হিসেবে ঘোষণা করা হল। রাজ্যে ৬০০জন এই রোগে আক্রান্ত। করোনা সংক্রম যারা কাটিয়ে উঠছেন তাদের মধ্যেই বিশেষ করে দেখা যাচ্ছে এই সংক্রমণ। আরও পড়ুন: Coronavirus Cases in India: একধাক্কায় অনেকটা নামল দেশের করোনা গ্রাফ, চিন্তায় রাখল মৃত্যুর সংখ্যা

এখনও পর্যন্ত ভারতে ৭২৫০ জন ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হয়েছেন। মারা গিয়েছেন ২১৯ জন। মূলত তিন ধরনের মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। ১) যাদের অনেকদিন বিভিন্ন রোগে ভোগার ফলে শরীরের অভ্যন্তরীণ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে, ২) ডায়াবিটিস ও ক্যান্সার আক্রান্ত ও শরীরের কোনও অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে এমন মানুষের, ৩) স্টেরয়েডের ভুল ব্যবহারের কারণে।

Madhya Pradesh declares #BlackFungus (#Mucormycosis) as Notified Infectious Disease. Over 600 cases of the fungal infection reported so far in the state. pic.twitter.com/xwZgRGwXys

এই রোগের সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রবাসী। উত্তরপ্রদেশে গতকাল ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষিত হয়েছে। তেলেঙ্গানা, ওডিশা, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান, এবং গুজরাটে ইতিমধ্যেই অবহিত রোগ (Notified Disease)হিসেবে ঘোষণা করা হয়েছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now