হায়দরাবাদ, ১৪ মার্চ: রাজনীতিতে যোগ দিচ্ছেন রাম গোপাল ভর্মা (Ram Gopal Varma)। রাজনীতিতে যোগ দিয়ে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পিথাপুরম আসন থেকে লড়াই করবেন এই চলচ্চিত্র পরিচালক। দক্ষিণী সুপারস্টার পবন কল্যাণের বিরুদ্ধে লড়াই করবেন পিথাপুরম থেকে আরজিভি। এমনই একটি রিপোর্ট ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
অন্ধ্রপ্রদেশে সম্প্রতি বিজেপির সঙ্গে জোট বাঁধে টিডিপি এবং জেএসপি। অন্ধ্রে জোটের পর পিথাপুরম থেকে এবার জেএসপির প্রধান তথা অভিনেতা পবন কল্যাণকে প্রার্থী ঘোষণা করা হয়। পিথাপুরম থেকে পবন কল্যাণের লড়াইয়ের খবর প্রকাশ্যে আসতেই তিনি সেখান থেকে পালটা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে রাম গোপাল ভর্মা জানান।
হঠাৎ করেই রাম গোপাল ভর্মা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই রাজনীতিতে যোগদানের কথা জানান এই জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক।