দিল্লি, ২২ এপ্রিল: কংগ্রেস (Congress) ক্ষমতায় এলে, দেশের যত সম্পদ তা ' অনুপ্রবেশকারী' এবং 'যাঁদের বেশি সন্তান রয়েছে', তাঁদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমনই এক মন্তব্যের জেরে তা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। রাজস্থানের (Rajasthan) বাঁশওয়ারায় জনসভা করতে গিয়ে দেশের সম্পদ অনুপ্রবেশকারী এবং যাঁদের বেশি সন্তান রয়েছে, তাঁদের মধ্যে ভাগ করে দেবে কংগ্রেস, এমন মন্তব্য করেন। মোদীর মন্তব্যের পর থেকে তা নিয়ে চূড়ান্ত জল্পনা শুরু হয়। মোদী (Narendra Modi) হিন্দু, মুসলিম, দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছেন বলে অভিযোগ করা হয় বিরোধীদের তরফে। শুধু তাই নয়, লোকসভা নির্বাচন উপলক্ষ্যে কংগ্রেস যে ইস্তাহার প্রকাশ করে, সেখানে এই ধরনের কোনও দাবি হাত শিবিরের তরফে করা হয়নি বলেও মন্তব্য করা হয় রাহুল গান্ধীর দলের তরফে।
রাহুল গান্ধী (Rahul Gandhi) বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দেশে যে বিভিন্ন ধরনের সমস্যা চলছে, তা থেকে মানুষের নজর সরাতেই প্রধানমন্ত্রী এই ধরনের মন্তব্য করছেন। প্রথম দফার ভোটের পর বিজেপি বুঝতে পারছে, তারা কোনওভাবে মানুষের আস্থা অর্জন করেত পারেনি। সেই ভয় থেকেই প্রধানমন্ত্রীর মুখ থেকে এই ধরনের বক্তব্য শোনা যাচ্ছে বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী।
আরও পড়ুন: Narendra Modi: 'ED, CBI-কে অপব্যবহার করেছে মোদী সরকার', বিরোধীদের অভিযোগ নস্যাৎ করলেন প্রধানমন্ত্রী
কংগ্রেস নেতা জয়রাম রমেশও মোদীর বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন। মোদী 'বিষাক্ত ভাষা উগরে দিচ্ছেন' বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা।
কংগ্রেসের পাশাপাশি মিম প্রধান আসাদউদ্দিন ওবেইসিও মোদীর বিরুদ্ধে তোপ দাগনে। মুসলিম সম্প্রদায়ের মানুষকে ক্রমাগত অপমানিত করছেন প্রধানমন্ত্রী। এমন অভিযোগও করেন ওবেইসি।