Ram Mandir (Photo Credit: Twuitter)

মুম্বই, ১০ মে: ফের বিতর্কিত মন্তব্য করলেন মহারাষ্ট্রে কংগ্রেসর প্রধান নানা পাটোলে (Nana Patole)। সম্প্রতি মহারাষ্ট্রের (Maharashtra)  কংগ্রেস (Congress) নেতা বলেন, এবার লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে, রাম মন্দিরের 'শুদ্ধিকরণ' করানো হবে। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে, ৪ জন শঙ্করাচার্যকে দিয়ে রাম মন্দিরের 'শুদ্ধিকরণ' করানো হবে বলে মন্তব্য করেন নানা পাটোলে। মহারাষ্ট্রের কংগ্রেস প্রধানের ওই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে জোর কদমে। যে নিয়ম মেনে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান করার কথা ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তা করেননি। ফলে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে নিয়ম মেনে রাম মন্দিরের শুদ্ধিকরণ করানো হবে বলে দাবি করেন নানা পাটোলে।

আরও পড়ুন: Ayodhya Ram Mandir: গর্ভগৃহে প্রবেশ করল রামলালার ২০০ কেজি ওজনের মূর্তি, আয়োজন হল বিশেষ পূজার (দেখুন ছবি ও ভিডিও)

গত ২২ জানুয়াররি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হাত ধরে মন্দিরের উদ্বোধন হয়। যে অনুষ্ঠানে হাজির হন দেশ, বিদেশের বহু সম্মানীয় ব্যক্তি।