Akhilesh Yadav (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২২৯ মে: লোকসভা নির্বাচনের (Loksabha Eelction) শেষ দফার প্রচার শুরু হয়েছে জোর কদমে। শেষদফার পর্চারে ফের বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (AkhileshYadav)। সপা প্রধান দাবি করেন, যাঁরা  এবার ৪০০ আসন পার বলছেন,তাঁরা ৪০০ আসন হারাবেন। সমাজবাদী পার্টি এবং ইন্ডিয়া জোট মানুষকে চাকরি দেবে। কেউ এখন আর ওঁদের মন কী বাত শুনতে চান না। প্রত্যেকে কাম কী বাত, সংবিধান কী বাত শুনতে চান বলে নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষ করেন অখিলেশ।

কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণের সুরে অখিলেশ বলেন, গত ১০ বছর ধরে এক নাগাড়ে ওই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। কৃষকদের দ্বিগুন রোজগারের কথা ওরা বলেছে কিন্তু তা হয়নি। উলটে কৃষক ঠকে গিয়েছেন বলে কটাক্ষ করেন অখিলেশ।

অখিলেশের মন্তব্য,  ৪ জুনের পর যখন ইন্ডিয়া জোটের সরকার গঠন হবে, তখন কৃষকদের ঋণ মকুব করা হবে বলে প্রতিশ্রুতি দেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।