Ajay Nishad: বিহারে বিজেপির দাপুটে সাংসদের কংগ্রেসে যোগ, নিষাদে জয়ের স্বাদ দেখছে হাত শিবির
Congress, BJP Flag Merge (Photo Credit: File Photo)

বিহার আচমকাই অক্সিজেন পেল কংগ্রেস। নরেন্দ্র মোদী-কে এবার ৪০০ পাড় করতে হলে বিহার থেকে গতবারের মত প্রায় সব আসনে জিততেই হবে। সেখানে ভোটের মুখে আচমকা বিপদ গেরুয়া শিবির। মুজফফরপুর লোকসভায় গত দু'বার প্রায় ২ লক্ষ ভোটে জেতা বিজেপি সাংসদ অজয় নিষাদ যোগ দিলেন কংগ্রেসে। দল ছাড়ার আগে অজয় বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-র সঙ্গে দেখা করে বলেছিলেন, আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে।

সম্প্রতি মুজফফরপুরে দু বারের সাংসদ অজয় নিষাদ-কে টিকিট না দিয়ে বিজেপি প্রার্থী করে রকাজভূষণ চৌধুরী-কে। তাতেই ক্ষুব্ধ হয়ে দলবদল করলেন নিষাদ। ক দিন আগেও অজয় নিষাদের সোশ্যাল মিডিয়ার পরিচয়ে, 'মোদী কা পরিবার' লেখা ছিল। রাতারাতি সেভাবে মুছে ফেলেছেন তিনি।

দেখুন খবরটি

মুজফরপুরে নিষাদ পরিবারের একাধিপত্য বরাবরের। অজয় নিষাদের বাবা জল নারায়ন প্রসাদ মুজফরপুরে সাংসদ হয়ে মন্ত্রী হয়েছিলেন। তিনি ছিলেন জেডি (ইউ)-য়ের নেতা। অজয় নিষাদকে মুজফরপুরে প্রার্থী করছে কংগ্রেস। এবার বিহারে আরজেডি-বামেদের মহগঠবন্ধন জোটের অধীনে মোট ৯টি লোকসভা আসনে লড়বে।

দেখুন খবরটি