বিহার আচমকাই অক্সিজেন পেল কংগ্রেস। নরেন্দ্র মোদী-কে এবার ৪০০ পাড় করতে হলে বিহার থেকে গতবারের মত প্রায় সব আসনে জিততেই হবে। সেখানে ভোটের মুখে আচমকা বিপদ গেরুয়া শিবির। মুজফফরপুর লোকসভায় গত দু'বার প্রায় ২ লক্ষ ভোটে জেতা বিজেপি সাংসদ অজয় নিষাদ যোগ দিলেন কংগ্রেসে। দল ছাড়ার আগে অজয় বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-র সঙ্গে দেখা করে বলেছিলেন, আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে।
সম্প্রতি মুজফফরপুরে দু বারের সাংসদ অজয় নিষাদ-কে টিকিট না দিয়ে বিজেপি প্রার্থী করে রকাজভূষণ চৌধুরী-কে। তাতেই ক্ষুব্ধ হয়ে দলবদল করলেন নিষাদ। ক দিন আগেও অজয় নিষাদের সোশ্যাল মিডিয়ার পরিচয়ে, 'মোদী কা পরিবার' লেখা ছিল। রাতারাতি সেভাবে মুছে ফেলেছেন তিনি।
দেখুন খবরটি
#WATCH | Delhi | Sitting Lok Sabha MP Ajay Nishad joins the Congress, shortly after resigning from the BJP. pic.twitter.com/8DEoJwUZg6
— ANI (@ANI) April 2, 2024
মুজফরপুরে নিষাদ পরিবারের একাধিপত্য বরাবরের। অজয় নিষাদের বাবা জল নারায়ন প্রসাদ মুজফরপুরে সাংসদ হয়ে মন্ত্রী হয়েছিলেন। তিনি ছিলেন জেডি (ইউ)-য়ের নেতা। অজয় নিষাদকে মুজফরপুরে প্রার্থী করছে কংগ্রেস। এবার বিহারে আরজেডি-বামেদের মহগঠবন্ধন জোটের অধীনে মোট ৯টি লোকসভা আসনে লড়বে।
দেখুন খবরটি