লাইফগার্ড বা জীবনরক্ষী বাহিনী। ঘূর্ণিঝড় 'বিপর্যয়' আছড়ে পড়ার আশঙ্কা মুম্বইয়ের বিভিন্ন সমুদ্র সৈকত বা বিচে মোতায়েন করা হয়েছিল লাইফ গার্ডদের। আর 'বিপর্যয়' শেষে দেখা গেল আসল হিরো হয়ে উঠলেন মুম্বইয়ের সমুদ্র সৈকতে মোতায়েন থাকা লাইফ গার্ডরা। লাইফ গার্ডরা বাঁচালেন ১০ জনের জীবন।
গত রবিবার ঘূর্ণিঝড় 'বিপর্যয়র'-এর জেরে ফুঁসে ওঠে আরব সাগর। উত্তাল হয়ে ওঠে মুম্বইয়ের সমুদ্র সৈকত। অ্যাডভেঞ্চারের নেশায় তরুণ-তরুণীরা ভিড় জমিয়ে সমুদ্রের ঢেউয়ের মজা নিতে যান। সেখানেই ঘটে বিপত্তি। জুহুর বিচে ভেসে যান ১০ জন।
দেখুন টুইট
Mumbai, Maharashtra | Lifeguards deployed at Aksa Beach in Malad, Mumbai saved 10 people from drowning on Sunday between 4pm-7pm.
19 people suddenly started drowning when the water level suddenly rose. While 10 were saved by lifeguards, 9 others were able to come out… pic.twitter.com/7v9n1dG9yk
— ANI (@ANI) June 19, 2023
মুম্বইয়ের মালাদের উত্তাল আকাসা সমুদ্র সৈকতে গত রবিবার বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ১৯ জন ডুবে যান। সেখান থেকে ১০ জনকে নিজেদের জীবন বাজি রেখে উদ্ধার করে লাইফ গার্ডরা, বাকি ৯ জন নিজেরাই উত্তাল ঢেউ সামলে জল থেকে উঠে আসেন।