মুম্বই: চিতাবাঘের (Leopard) আক্রমণে (Attack) মুম্বইয়ে (Mumbai) মৃত্যু হল একটি দেড়বছরের শিশুকন্যার (Toddler)। সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গোরেগাঁওয়ের (Goregaon) পশ্চিম দিকে অবস্থিত আরে কলোনির (Aarey Colony) জঙ্গল এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ আরে কলোনির ১৫ নম্বর ইউনিটের বাসিন্দা ওই শিশুটি তার মায়ের সঙ্গে বাড়ি থেকে ৩০ ফুট দূরে অবস্থিত একটি মন্দিরে যাচ্ছিল। সেসময় আচমকা একটি চিতাবাঘ ওই শিশুকন্যাটির উপর ঝাঁপিয়ে পরে তাকে ক্ষতবিক্ষত করে দেয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা চিতাবাঘটিকে তাড়িয়ে ওই শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। কিন্তু, সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এপ্রসঙ্গে স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানান, স্থানীয় বাসিন্দাদের থেকে পাওয়া প্রাথমিক তথ্য থেকে যেটুকু জানা গেছে তার ভিত্তিতে আমরা দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি রিপোর্ট তৈরি করেছে। এখনও তদন্ত চলছে।
এদিকে এই ঘটনার খবর পাওয়ার পরেই বন দপ্তরের তরফে একটি দল গঠন করে ঘটনাস্থলে পরিদর্শন চালানো হচ্ছে। কোনও বন্যপ্রাণীর জন্য যাতে মানুষের কোনও ক্ষতি না হয় তার দিকে লক্ষ্য রাখার জন্য বিশেষ একটি দলও তৈরি করা হয়েছে। ব্যবস্থা করা হয়েছে একটি অ্যাম্বুল্যান্সেরও।
মুম্বই বন দপ্তরের পক্ষ থেকে, জঙ্গল এলাকায় (Forest Area) থাকা বন্যপ্রাণীদের উপর নজদারি করার জন্য সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে বন্যপ্রাণীরা যাতে জনবসতি এলাকায় ঢুকে না পড়ে তার দিকে খেয়াল রাখা হবে। পাশাপাশি তারা যাতে কোনও মানুষের উপর আক্রমণ না করতে পারে সেবিষয়েও লক্ষ রাখা হবে।