Leh Protest (Photo Credit: ANI/X)

দিল্লি, ২৪ সেপ্টেম্বর: পৃথক রাজ্যের মর্যাদা দিতে হবে। এই দাবিতে বুধবার সকাল থেকে লাদাখের লেহ শহরের (Leh-Ladakh Protest) মানুষ বিক্ষোভ শুরু করেন। যার জেরে পুলিশের সঙ্গে তাঁদের বিক্ষোভ শুরু হয়। আজ কয়েকশ বিক্ষোভকারী লেহ শহরের রাস্তায় নামেন। সেখানেই এই অঞ্চলকে পৃথক রাজ্যের মর্যাদা দিতে হবে বলে দাবি করা হয়। সেই সঙ্গে পুলিশের উপর চড়াও হয়ে শুরু হয় বিক্ষোভ। লেহ-কে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা না দিলে বিক্ষোভ চলবে। সেই সঙ্গে অনশনের হুমকিও দেওয়া হয়।

আজ লেহ-র বিজেপি অফিসে যেমন হামলা চলে, তেমনি পুলিশকে দেখেও পাথর ছোঁড়ার কাজ শুরু হয়। পুলিশের একটি গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। উত্তাল জনতাকে শান্ত করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। ফলে পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে পড়ে। কাঁদানে গ্যাসের সেল যেমন ফাটানো হয়, তেমনি পুলিশ লাঠিচার্জও শুরু করে।

এই ধরনের উত্তেজনা বা সংঘর্ষ এর আগে ককনও লেহ, লাদাখে দেখা যায়নি। এই প্রথম লেহ যেন উত্তেজনায় ফুটতে শুরু করে। চরম উত্তেজনার মাঝে সরকারের তরফে জানানো হয়, আগামী ৬ অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসা হবে বলে জানানো হয়।

দেখুন লেহতে কীভাবে হু হু করে উত্তেজনা ছড়িয়ে পড়ে...

 

উত্তেজনায় আগুন জ্বলছে লেহতে...

কোন কোন দাবিতে লেহতে বিক্ষোভ শুরু হয়

বিক্ষোভকারীদের দাবি, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে

লাদাখকে ষষ্ঠ তফসিলের অধীনে সাংবিধানিক সুরক্ষা দিতে হবে যা সেখানকার মানুষের চাকরিবাকরি, পরিবেশ রক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে
লেহর জন্য পৃথ লোকসভা আসন তৈরি করতে হবে
স্থানীয়দের চাকরির ব্যবস্থা করতে হবে

লেহতে কড়া নিরাপত্তা

প্রচণ্ড উত্তেজনায় যখন লেহ, লাদাখ ফুটতে শুরু করে, সেই সময় গোটা অঞ্চল জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ৬ অক্টোবর বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট দিনে বৈঠকের পর সমাধান না মিললে, পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।