মুম্বই, ২১ জুলাই: ভারতবর্ষের (India) বিভিন্ন প্রান্তে ভাষা বিতর্ক (Hindi Language Row) অব্যাহত। কোথাও মারাঠি (Marathi) আবার কোথাও তামিল, কোথাও বাংলা। এক একটি রাজ্যে ঠিক সেখানকার মানুষের ভাষায় কথা বলতে হবে বলে বিবাদ, বিক্ষোভ চলছে। এসবের মাঝে মুম্বই থেকে একটি উলটো ভিডিয়ো সামনে এল। যেখানে হিন্দি (Hindi) বলতে হবে বলে এক মহিলা তাঁর সামনে থাকা মানুষদের উদ্দেশে বলতে শুরু করেন। ঘটনাস্থল ঘাটকোপর। সেখানে মারাঠি বলতে হবে বলে এক মহিলাকে জোর জবরদস্তি করা হয়। যার উত্তরে ওই মহিলাও তেড়ে জবাব দেন। তিনি বলেন, 'আপনি ভারতবর্ষে রয়েছেন। তাই হিন্দি বলুন। আমি মারাঠি বলব না। এটা ভারতবর্ষ। তাই এখানে হিন্দি চলে। আমি মারাঠি জানি না।' তাই মারাঠি বলব না বলে ওই ঘাটকোপরের ওই মহিলা রাস্তার উপর দাঁড়িয়ে সজোরে চিৎকার করে বলতে শুরু করেন।
সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় মারাঠি নিয়ে বিচিত্র সব ঘটনা উঠে আসতে শুরু করে। মুম্বইতে থাকতে গেলে মারাঠি বলতে হবে। এমন দাবি করে শুরু হয় জোর জবরদস্তি। নানা ঘটনা উঠে আসতে শুরু করে। যা নিয়ে গোটা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়। এসবের মাঝেই ভাষা বিতর্ক নিয়ে পালটা রুখে দাঁড়ালেন এক মহিলা। তিনি মারাঠি জানেন না। হিন্দি বলবেন বলেই দাবি করেন।
দেখুন সেই ভিডিয়ো যেখানে তিনি হিন্দি বলবেন বলে স্পষ্ট জানান...
Marathi Vs Hindi In Mumbai:
A video of a woman from #Ghatkopar saying that #Hindi is the language of #India , you should speak in Hindi and not #Marathi is going viral. pic.twitter.com/xz3u7MXN5z
— Smriti Sharma (@SmritiSharma_) July 21, 2025
ভারতবর্ষে হিন্দি চলে, তাই তিনি হিন্দি বলবেন বলে স্পষ্ট জানান...
मुंबई के घाटकोपर इलाके में एक बार फिर मराठी और गैर मराठी आमने सामने.।
महिला को मराठी नहीं थी, और मराठी लोग उस पर मराठी बोलने का दबाव डाल रहे थे.
जिसके बाद महिला भी काफी गुस्से में आई और बोली वो हिंदी में ही बोलेगी, यह हिंदुस्तान है. pic.twitter.com/NhtCLShJE4
— Vivek Gupta (@imvivekgupta) July 20, 2025