মুম্বই, ৮ সেপ্টেম্বর: গণেশ পুজো (Ganesh Puja 2024) মানে মুম্বই (Mumbai)। আর মুম্বইয়ের গণেশ পুজো মানেই 'লালবাগ চা রাজা'(Lalbaugcha Raja 2024)। আরবসাগরের তীরের শহরের এই গণেশ পুজোয় ঐতিহ্য, ভক্তি, আড়ম্বরের মেলবন্ধন দেখা যায়। আর কিছু না হোক, মুম্বইকর-দের এই লালবাগ চা রাজা-র দর্শন করতেই হবে। মুম্বইবাসীরা বলেন, লালবাগের গণেশ পুজো দেখলে সারা বছরের সব কষ্ট লাঘব হয়ে যায়। গণপতির সঙ্গে একটা টান থেকে আম জনতা থেকে শিল্পপতি, বলিউড তারকা থেকে ক্রিকেট তারকা-রা ভিড় জমান 'লালবাগ চা রাজা' দেখতে। তবে শুধু দর্শন নয়, লালবাগ চা রাজা-য় ভক্তি ভরে অনেকেই অনুদান দেন। আর সেই অনুদানের অর্থটা চলে যায় আকাশছোঁয়া অঙ্কে।
গতকাল, গণেশ চতুর্থীতে লালবাগ চা রাজায় একদিনে মোট ৪৮ লক্ষ ৩০ হাজার টাকার অনুদান জমা পড়েছে বলে জানানো হয়েছে। গণেশ মূর্তির ও মণ্ডপের বিভিন্ন জায়গায় রাখা অনুদান পত্রে যত টাকা প্রথম দিনে জমা হয়, সেগুলি সবগুলোকে এক জায়গায় জড়ো করে গণনার কাজ করেন বেশ কয়েকজন। বিভিন্ন পদ্ধতিতে গণনার পর দেখা যায় লালবাগের বিখ্যাত গণেশ পুজোয় মোট ৪৮ লক্ষ ৩০ হাজার টাকার অনুদান জমা পড়েছে। এই অর্থ গণেশ আরাধনা সহ পুজোর বিভিন্ন খরচ চালানো হবে। এবার শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি 'লালবাগ চা রাজা'য় গণেশ মূর্তিতে ২০ কেজি সোনার মুকুট দান করেন। যার মূল্য প্রায় ১৫ কোটি টাকা। আরও পড়ুন-যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদের কঠিন সময়ে হতাশায় দেশ ছাড়ার কথা ভেবেছিলেন, রুখেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, দাবি বিনেশ ফোগাতের
দেখুন লালবাগ চা রাজায় কীভাবে গোণা হচ্ছে অনুদানের টাকা
#WATCH | Mumbai: The donations received on the first day of Ganesh Chaturthi Festival 2024 were counted at Lalbaugcha Raja Sarvajanik Ganeshotsav Mandal.
The donation amounted to Rs. 48 lakh 30 thousand: Mangesh Dattaram Dalvi, Treasurer, Lalbaugcha Raja Sarvajanik Ganeshotsav… pic.twitter.com/dtI6GWtIyt
— ANI (@ANI) September 8, 2024
গতকাল, শনিবার গণেশ চতুর্থীতে মুম্বইয়ের লালবাগ চা রাজা দর্শনে যান বলিউডের মহাতারকা শাহরুখ খান। পাশাপাশি কার্তিক আরিয়ান, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, নীল নীতিন মুকেশ, বোমান ইরানি-দের মত বলিউড তারকাদেরও লালবাগ চা রাজা-র সামনে দেখা যায়।