কুর্নুলে বাস দুর্ঘটনায় (Kurnool Bus Accident) গ্রেফতার চালক ও সহ চালক। শুক্রবার রাতেই তাঁদের গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে এবং বাসটি যে সংস্থার সেই সংস্থার মালিকের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় দুজনে যাত্রীদের বাঁচানোর বিন্দুমাত্র চেষ্টা করেনি। বরং নিজেদের বাঁচাতে প্যাসেঞ্জা্র গেট থেকে পালিয়ে গিয়েছিল দুজনে। তার কিছুক্ষণ পরেই আগুন ধরে যায় গোটা বাসে। বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ জন যাত্রীর অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। আহত ২১ জন। তাঁদের এখনও চিকিৎসা চলছে।

গ্রেফতারি এড়াতে পালিয়ে যায় বাসচালক

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বাইকের সঙ্গে সংঘর্ষের পর ২০০ মিটার পর্যন্ত বাসটি চলে। আর তাতেই বাইকের ট্যাঙ্ক থেকে জ্বালানী তেল বেরোতে থাকে। আর সেখান থেকেই বাসে আগুন ধরে যায়। তবে প্রথমদিকে বাসের সামনের অংশে আগুন লাগে। সেই কারণে ড্রাইভার সিটের পাশের গেট থেকে চালক ও সহ চালক বেরোতে পারেনি। ততক্ষণে আগুন পুরো বাসেও লাগেনি। ফলে সেই সময় তাঁরা যাত্রীদের বের না করে নিজেরাই বেরিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

কুর্নুলে বাস দুর্ঘটনা

গ্রেফতার বাসচালক মিরিয়ালা লক্ষ্মাইয়া (৪২)-কে গতকাল রাতেই গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে সহ চালককেও গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার ভোর ৩টে ১০ নাগাদ অন্ধ্রপ্রদেশে কুর্নুল জেলার ৪৪ নম্বর জাতীয় সড়কে চিন্নাটেকুর গ্রামের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। আর তাতেই মৃত্যু হয় ২০ জন যাত্রীর।