Kulwinder Kaur (Photo Credits: X)

বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে (Chandigarh Airport) অভিনেত্রী তথা নবনির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) চড় মারর অভিযোগ ওঠে নিরাপত্তার দায়িত্বে থাকা এক মহিলা সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অভিনেত্রী তথা সাংসদকে চড় মারার অভিযোগে বরখাস্ত করা হয়েছে কুলবিন্দর কৌর (Kulwinder Kaur) নামে চণ্ডীগড় বিমানবন্দরের ওই নিরাপত্তাকর্মীকে। তাঁর নামে হেনস্থার অভিযোগও উঠেছে। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে কেন তিনি অভিনেত্রীর গায়ে হাত তুললেন সেই প্রশ্নের জবাব নিজেই দিলেন কুলবিন্দর কৌর।

চণ্ডীগড় বিমানবন্দরে কর্তব্যগত ওই মহিলা জওয়ান আদতে পাঞ্জাবের বাসিন্দা। পুরনো এক বক্তব্যে কৃষক আন্দোলনকে 'খলিস্তানি' বলে আক্রমণ করেছিলেন কঙ্গনা। যার জেরেই তিনি এদিন এমন কাণ্ড ঘটিয়েছেন বলে জানা যাচ্ছে। কুলবিন্দরের জবাব, 'কঙ্গনা মন্তব্য করেছিলেন কৃষকেরা ১০০ টার জন্যে বিক্ষোভে বসে আছেন। উনি কি গিয়ে বসেছেন তাঁদের সঙ্গে? কুলবিন্দর এও বলেন, সেই সময়ে তাঁর মা-ও সামিল ছিলেন কৃষক আন্দোলনে। তিনি জানান, হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডি আসনে জয়ী বিজেপি প্রার্থী 'কৃষকদের অসম্মানিত' করেছিলেন, যার প্রতিবাদ হিসাবে এই কাজ তিনি করেছেন।

২০২১ সালে দিল্লির রাজপথে জারি থাকা কৃষক আন্দোলনের প্রতিবাদে একের পর এক আক্রমণাত্মক টুইট করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কখনও তিনি আন্দলনরত কৃষকদের 'সন্ত্রাসবাদী' তো আবার কখনও 'খলিস্তানি' বলে মন্তব্য করেন। সেই রাগ থেকেই এদিন চণ্ডীগড় বিমানবন্দরে যখন নিরাপত্তাকর্মীদের সঙ্গে অভিনেত্রীর নিরাপত্তাজনিত তল্লাশি নিয়ে বচসা শুরু হয় সেই সময়ে চড় কষিয়ে দেন কুলবিন্দর কৌর। যদিও এই ঘটনার পর একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে অভিনেত্রী জানান, কোন কারণ ছাড়াই বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি সেরে তিনি যখন বেরোলেন তখন পাশের কেবিন থেকে এক মহিলা নিরাপত্তারক্ষী এসে তাঁর গালে মারেন। গালিগালাজ করেন। এমন কাজের কারণ জানতে চাহিলে মহিলা সিআরপিএফ নিজেকে কৃষক আন্দোলনের সমর্থক হিসাবে পরিচয় দেন।