Rahul Gandhi, Kiren Rijiju (Photo Credit: Instagram)

দিল্লি, ১৬ মার্চ: এবার ফের রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু (Kiren Rijiju)। ভারত বিরোধীরা একই সুরে কথা বলছে বলে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগেন রিজিজু। কেন্দ্রীয় বলেন, ভারত বিরোধীরা যে ভাষায় কথা বলে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও সেই একই সুরে কথা বলছেন বলে অভিযোগ করেন কিরণ রিজিজু। বিদেশের মাটিতে যেভাবে রাহুল গান্ধী যে ভাষায় কথা বলেন, তার জন্য কংগ্রেস সাংসদের ক্ষমা  চাওয়া উচিত বলে মন্তব্য করেন কিরণ রিজিজু।

আরও পড়ুন: Smriti Irani slams Rahul Gandhi: 'দেশের মানুষের সামনে ক্ষমা চাইতে হবে রাহুলকে', দাবি স্মৃতির

লন্ডনে গিয়ে রাহুল গান্ধী যে ভাষায় কথা বলেন, তাতে দেশের অপমান হয়েছে। দেশের আইন ব্যবস্থা, নির্বাচন কমিশনকেও অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন কিরণ রিজিজু। বিদেশে গিয়ে রাহুল যে ভাষায় কথা বলেন, তাতে কোনও মানুষ চুপ থাকবেন না। দেশের স্বার্থে আঘাত লাগলে, প্রত্যেকে মুখ খুলবেন বলে মন্তব্য করেন কিরণ রিজিজু। পাশাপাশি তিনি আরও বলেন, দেশের বিষয়ে কেউ বিরোধিতামূলক কথা বললে, তার বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে দাঁড়াবেন বলে রাহুল বিরুদ্ধে তোপ দাগেন কিরণ রিজিজু।