দিল্লি, ১ জুন: মার্কিন মুলুকে রয়েছেন রাহুল গান্ধী। মার্কিন মুলুকে কখনও প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলছেন রাহুল গান্ধী, আবার কখনও কোনও বিশ্ববিদ্যালয়ে হাজির হচ্ছেন। রাহুল গান্ধীর মার্কিন সফর নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়েছে, সেই সময় বিষয়টি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাহুল গান্ধী যখন বিদেশ যান, তখন তাঁর একমাত্র লক্ষ্য কীভাবে ভারতের খুঁত ধরা যায়। একজন অতি সাধারণ মানুষ কীভাবে ভারতের প্রধানমন্ত্রী হলেন, তা মেনে নিতে পারছেন না রাহুল গান্ধী। শুধু তাই নয়, বিদেশ গিয়ে রাহুল যা বলছেন, সেই কছার গুরুত্ব কেউ দিচ্ছেন না বলেও কংগ্রেস সাংসদকে কটাক্ষ করেন কিরণ রিজিজু।
প্রসঙ্গত রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদী এমন একজন মানুষ যিনি ঈশ্বরের পাশে বসেও বোঝাতে পারেন যে কীভাবে গোটা বিশ্বে কর্মকাণ্ড চালাতে হবে। রাহুলের ওই বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখতার আব্বাস নকভিও।
বিজেপি নেতা নকভি বলেন, রাহুল যখন বিদেশ যান, সেই সময় তাঁর উপর জিন্নার আত্মা ভর করে। ফেল রাহুলের বিদেশ সফর নিয়ে কংগ্রেস, বিজেপির রাজনৈতিক তরজা কার্যত তুঙ্গে।