PM Modi (Photo Credit: Instagram)

চেন্নাই, ১ এপ্রিল: তামিলনাড়ুতে (Tamil Nadu) গিয়ে এবার কাচাথিভু (Katchatheevu) দ্বীপ নিয়ে ডিএমকে-র বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাচাথিভু দ্বীপ নিয়ে কংগ্রেস যা করেছে, তাকে বিরুদ্ধে  ডিএমকে কোনও পদক্ষেপ করেনি। মন্তব্যও করেনি কোনও।  ফলে কাচাথিভু নিয়ে ডিএমকে-র (DMK) দ্বৈত মুখোশ খুলে পড়েছে বলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী।

১৯৭৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কাচাথিভু দ্বীপ নিয়ে শ্রীলঙ্কার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। যেখানে কাচাথিভু নামের এই ছোট দ্বীপটির স্বত্ত্বা ভারতের হাত থেকে শ্রীলঙ্কাকে তুলে দেওয়া হয় বলে দাবি বিজেপির। যা নিয়ে ওই সময় চজোর বিতর্ক শুরু হয়। ডিএমকে সাংসদ ইরা সেজাইয়া শুধুমাত্র ওই সময় কাচাথিভু নিয়ে তৎকালীন সরকারের বিরোধিতা করেন।

আরও পড়ুন: Narendra Modi: 'ED, CBI-কে অপব্যবহার করেছে মোদী সরকার', বিরোধীদের অভিযোগ নস্যাৎ করলেন প্রধানমন্ত্রী

লোকসভা ভোটের আগে  এবার সেই কাচাথিভু দ্বীপ বিতর্ক ফের মাথা চাড়া দিতে শুরু করেছে। কাচাথিভু দ্বীপ ভারতের হাতে ফেরানোর বিষয়ে ডিএমকে কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ করছে না বলে অভিযোগ করা হয় বিজেপির তরফে।