Karnataka Vidhan Sabha Election Results 2023: বিজেপির চেয়ে দ্বিগুণেরও বেশী আসনে জয়ের পথে কংগ্রেস, হাতের মুঠোয় ১৩৭ আসন, বিজেপি ৬২, দক্ষিণ ভারতে আর কোথাও থাকছে না গেরুয়া সরকার
DK Shivakumar or Siddaramaiah - Who Will Be New Karnataka CM?. (Photo Credits: Twitter)

বেঙ্গালুরু, ১৩ মে: কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়জয়কার। সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে হাত শিবির। কর্ণাটক হাতছাড়া হওয়ায়, দক্ষিণ ভারতে আর কোনও রাজ্যে থাকছে না বিজেপির সরকার। কংগ্রেস ইতিমধ্যেই ৩৬টি আসনে জিতে গিয়েছে, আর এগিয়ে আছে ১০১টি আসনে। গতবারের চেয়ে ৫৭টি বেশী আসনে জয়ের পথে কংগ্রেস। সেখানে বিজেপি জিতেছে ১৭টি-তে, এগিয়ে আছে ৪৫টি আসনে। জনতা দল (সেকুলার) ৫টি আসনে জয় নিশ্চিত করেছে, এগিয়ে আছে ১৬টি-তে। নির্দল প্রার্থীরা সেখানে ২টি আসনে এগিয়ে। যেখানে ২০১৮ কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল ১০৪টি আসনে, কংগ্রেস জিতেছিল ৮০টি, আর জেডি (এস) পেয়েছিল ৩৭টি আসন।

কংগ্রেসের এই বড় জয়ের পর কর্ণাটক নিয়ে এখন সবচেয়ে বড় দুটি প্রশ্ন হল-১) শিবকুমার না সিদ্ধারাইমরা কাকে মুখ্যমন্ত্রী আসনে বসাবে দল, ২) ২০২৪ লোকসভা নির্বাচনে এই সাফল্য ধরে রাখতে পারা যাবে কি না? ভারত জোড়া যাত্রায় রাহুল গান্ধী কর্ণাটকে ঝড় তুলেছিলেন। স্থানীয় দুই নেতা শিবকুমার ও সিদ্ধারামাইয়ার দুরন্ত রণকৌশল দারুণ কাজে দিয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী প্রচারে সাড়া ফেলেন। এই সব বিষয়গুলি কর্ণাটকে এবারের নির্বাচনে কংগ্রেসকে বড় জয় এনে দিল। আরও পড়ুন-'হিংসা নয়, ভালবাসা দিয়ে জিতেছে কংগ্রেস', কর্ণাটক জয়ের পর বললেন রাহুল

দেখুন টুইট

অন্যদিকে, নরেন্দ্র মোদীকে দিয়ে রেকর্ড জনসভা, রোড শো করিয়েও কর্ণাটকে বড় হারের মুখে পড়তে হল বিজেপিকে। বাংলায় হারের পর এটাই ২০১৯ লোকসবার পর বিজেপির কাছে সবচেয়ে বড় হার। যদিও এর মাঝে হিমাচলপ্রদেশে ক্ষমতা হারিয়েছে বিজেপি, দিল্লিতে আপ-এর কাছে বড় হারের মুখে পড়তে হয়েছে। কিন্তু দক্ষিণের একমাত্র গড়ে এত মরিয়া হয়েও হারটা পদ্মশিবিরকে হতাশ করবে। তবে দ্রুত এই হারের ধাক্কা থেকে বেরিয়ে এসে ২০২৪ লোকসভার প্রস্তুতি শুরু করতে মরিয়া বিজেপি। তার আগে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলঙ্গনায় বিধানসভা নির্বাচনে জিততে ঝাঁপাবে গেরুয়া শিবির।