Congress Flag. (Photo Credits: PTI)

মেঙ্গালুরু, ১ ডিসেম্বর: ছত্রপতি শিবাজি (Chhatrapati Shivaji) মূর্তি বসানোয় আপত্তি জানাল কংগ্রেস। মেঙ্গালুরুতে (Mangaluru) ছত্রপতি শিবাজির মূর্তি বসানো যাবে না বলে আপত্তি জোলা হয়েছে কংগ্রেসের (Congress) তরফে। মেঙ্গালুরু সিটি কর্পোরেশন গত ১৯ অক্টোবর সিদ্ধান্ত নেয়, শহরে ছত্রপতি শিবাজির মূর্তি বসানোর। ছত্রপতি শিবাজি মারাঠা অ্যাসোসিয়েশনের দাবি মেনে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। যে সিদ্ধান্ত মেনে কাজ শুরু করার কথা এগোলে, তাতে বাধা দেওয়া হয় কংগ্রেসের তরফে। ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি না বসিয়ে কোটি ছেনায়ার (বিপ্লবী) মূর্তি যাতে সেই জায়গায় বসানো হয়, সে বিষয়ে জানানো হয় দাবি। কংগ্রেস নেতা শশীধর হেগড়ে বলেন, যাঁরা বিপ্লবী, দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের মূর্তি বসানো হোক। শশীধর হেগড়ের মন্তব্যের বিরোধিতা করে রাস্তায় নামে বিজেপি (BJP)।

আরও পড়ুন:  Swara Bhasker Joins Rahul Gandhi: ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে যোগ দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর

গেরুয়া শিবিরের দাবি, যে কোনও হিন্দু নেতা বা হিন্দুত্ববাদী নেতার মূর্তি বসানোর কথা হলেই, তার বিরোধিতা করা হয় কংগ্রেসের তরফে। মহারাষ্ট্রের কোনও হিন্দু রাজার মূর্তি কেন মেঙ্গালুরুতে বসানো হবে, তা নিয়ে কংগ্রেসের আপত্তি নিয়ে পালটা প্রশ্ন তোলা হয় বিজেপির তরফে।

বিজেপি এবং কংগ্রেস, দুই শিবিরের বাদানুবাদে আপাতত সরগরম মেঙ্গালুরু। তবে ছত্রপতি শিবাজির মূর্তি বসানো হবে বলে সিদ্ধান্তে সিলমোহর যেমন পড়ে, তেমনি বিরোধীদের দাবিও শোনা হয়েছে বলে জানান মেঙ্গালুরু সিটি কর্পোরেশনের আধিকারিকের তরফে।