Karnataka Assembly Election Results 2023: কর্ণাটকে হাতে আস্থার ইঙ্গিত। গণনার প্রথম দু ঘণ্টার পর দেখা যাচ্ছে শাসক দল বিজেপি-কে বেশ কিছুটা পিছিয়ে ফেলে সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে চলেছে হাত শিবির। সকাল দশটায় দেওয়া কমিশনের হিসেব অনুযায়ী রাজ্যে ২২৪টি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে ১০০টি আসনে, সেখানে বিজেপি লিড পেয়েছে ৬৮টি-তে, আর জনতা দল সেকুলার এগিয়ে ২৪টি আসনে। নির্দল প্রার্থীরা ৩টি-তে। তবে সর্বভারতীয় বেসরকারী এক চ্যানেলের হিসেবে কংগ্রেস এগিয়ে ১১৭টি-তে, বিজেপি ৭৭টি-তে, আর জেডি (এস) ২৫টি আসনে। একেবারে সঠিক হিসেব দেওয়া কমিশনের ওয়েবসাইটে আপডেট হতে সময় নিচ্ছে।
সরাসরি গণনা কেন্দ্র থেকে খবর দেওয়া বেসরকারী নিউজ চ্যানেলগুলিতে স্বাভাবিকভাবেই একটু বেশী সংখ্যক আসনের খবর মিলছে। তবে সব হিসেবেই দেখা যাচ্ছে, এক্সিট পোলের ইঙ্গিত মিলে যাচ্ছে। দক্ষিণ ভারতের একমাত্র কর্ণাটকেই বিজেপির সরকার আছে।
দেখুন টুইট
Karnataka elections | Congress inches towards the halfway mark of 112, leads in 100 constituencies
BJP leads in 68 seats and JD(S) in 24, as per trends for 197 of 224 Assembly constituencies https://t.co/7A3BIzBAkJ pic.twitter.com/kMr0jPh9H1
— ANI (@ANI) May 13, 2023
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেকর্ড সংখ্যক জনসভা, রোড শো প্রচারের পরেও বিজেপির হাতছাড়া হতে চলেছে। যদিও গণনার এখনও অনেকটা সময় বাকি। হিসেব বদলাতে বেশী সময় লাগে না।
গত বুধবার কর্ণাটকে এক দফায় ২২৪টি বিধানসভা আসনে নির্বাচন হয়। রাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশী সংখ্যক ভোটার এবার কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভোট দেন। কর্ণাটকে ভোট পড়ে ৭৩ শতাংশেরও বেশী। কর্ণাটকই হল দক্ষিণে ভারতের একমাত্র বিজেপি শাসিত রাজ্য। এখানে ক্ষমতা ধরে রাখার জন্য সর্বশক্তি উজাড় করে দেয় বিজেপি। রেকর্ড সংখ্যক জনসভা ও রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।