নয়াদিল্লিঃ সম্প্রতি একের পর এক রেল দুর্ঘটনার(Train Accident) খবর সামনে এসেছে। এবার আরও এক বড়সড় রেল দুর্ঘটনার এড়ানো গেল। যদিও এই দুর্ঘটনাটি(Accident) পরিকল্পিত বলেই অনুমান। রেললাইন থেকে উদ্ধার গ্যাস সিলিন্ডার(LPG Gas Cylinder)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) কানপুরে(Kanpur)। জানা গিয়েছে, রবিবার রাতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে মহারাষ্ট্রের(Maharashtra) ভিওয়ান্ডি যাচ্ছিল কালিন্দী এক্সপ্রেস(Kalindi Express)। কানপুরের(Kanpur) শিবরাজপুরের কাছে রেললাইনের উপর রাখা ছিল একটি গ্যাস সিলিন্ডার। স্বাভাবিকভাবেই ট্রেনের গতি বেশি থাকায় থামার আগেই সিলিন্ডারটিতে ধাক্কা লাগে। তবে চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এভাবে পরিকল্পিতভাবে রেললাইনের উপর গ্যাস সিলিন্ডার রেখে দেওয়ার পিছনে অন্তর্ঘাত রয়েছে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ। খবর পেয়ে সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা। রেল লাইন থেকে উদ্ধার করা হয় গ্যাস সিলিন্ডারটি। কিছুক্ষণ শিবরাজপুরের কাছেই দাঁড়িয়েছিল মহারাষ্ট্রগামী কালিন্দী এক্সপ্রেস। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।
Another Conspiracy to derail train!
Kalindri Express hits LPG Cylinder kept on the train track in Kanpur, UP. Locopilot applies emergency brakes in time. All safe
RPF called in, Police and forensic team investigating
Flammable substance and white powder found in a bottle… pic.twitter.com/FPGDaHBGJa
— Megh Updates 🚨™ (@MeghUpdates) September 9, 2024