Champai Soren (Photo Credit: X)

রাঁচি, ৩০ অগাস্ট:  ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে (BJP) যোগ দিলেন চম্পই সোরেন (Champai Soren)। একটানা জল্পনার অবসান ঘটিয়ে এবার বিজেপির হাত ধরলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। চম্পইয়ের সাম্প্রতিক দিল্লি সফর থেকে তাঁর দল বদলের জল্পনা শুরু হয়। যা নিয়ে চম্পই মুখ না খুললেও, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিষয়টিকে স্পষ্টভাবে প্রত্যেকের সামনে আনেন। অবশেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাঁচিতে থেকেই বিজেপিতে যোগ দিলেন 'ঝাড়খণ্ডের বাঘ' (Jharkhand) হিসেবে পরিচিত চম্পই। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হাজিরায় বিজেপিতে যোগ দেন চম্পই। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেনের সঙ্গে তাঁর একঝাঁক অনুগামীও গেরুয়া শিবিরে এসে যুক্ত হন।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা শিবু সোরেনের ঘনিষ্ঠ হিসেবে এক সময়ে পরিচিত ছিলেন চম্পই সোরেন। সেই অনুযায়ী, জমি দুর্নীতি মামলায় শিবু-পুত্র হেমন্ত সোরেনকে যখন গ্রেফতার করা হয়, সেই সময় তিনি মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন। হেমন্তের পরিবর্তে ওই সময় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে বসেন চম্পই।

তবে হেমন্ত সোরেন জামিনে মুক্তি পেতেই ঝাড়খণ্ডের কুর্সি ছাড়তে হয় চম্পই সোরেনকে। সেই থেকে হেমন্ত সোরেনের সঙ্গে চম্পইয়ের সম্পর্কের অবনতি শুরু হয়।