Article 370: জওহরলাল নেহরুকে ক্রিমিনাল বলে তীব্র কটাক্ষ শিবরাজ সিং চৌহানের
শিবরাজ সিং চৌহান। (Photo Credits: PTI)

ভোপাল, ১১ অগাস্ট:  জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা লাগু করায়  দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু (Jawaharlal Nehru)-কে 'ক্রিমিনাল' বা অপরাধী বলে অ্যাখা দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। শিবরাজের দাবি, জম্মু-কাশ্মীরে যেভাবে ৩৭০ ধারা চাপিয়ে দিয়েছিলেন নেহরু, তাই তিনি 'ক্রিমিনাল'ছাড়া আর কিছু নন।

ভারতীয় সৈনরা যখন জোর করে ঢুকে পড়া পাকিস্তানীদের কাশ্মীর থেকে তাড়িয়ে দিচ্ছিল তখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় নেহরুর 'যুদ্ধ বিরতি (Cease-Fire)'ঘোষণার প্রসঙ্গেও তীব্র কটাক্ষ করেন শিবরাজ।

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন, ' সেই সময় কাশ্মীরে যুদ্ধ বিরতি ঘোষণা না করে যদি আর কিছু দিন যুদ্ধ চলত, তাহলে গোটা কাশ্মীরটাই আমাদের কাছে থাকত।'' কাশ্মীরের তিনভাগের একভাগ এখন পাকিস্তানের দখলে। এর পিছনে যুদ্ধের সময় নেহরুর যুদ্ধবিরতির সিদ্ধান্তকেই দায়ি করেন শিবরাজ। সংবিধানের ৩৭০ ধারার কথা উল্লেখ করে অভিজ্ঞ এই বিজেপি নেতা বলেন, একই দেশের মধ্যে একটা রাজ্যে কী করে আলাদা সংবিধান, আলাদা পতাকা থাকে তার কোনও যুক্তি ছিল না।''

লোকসভা নির্বাচন ২০১৯-এ বারবার বিজেপি-র আক্রমণের নিশানা করেছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে।

রাহুল গান্ধীর থেকেও হয়তো দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে বেশি কাঠগড়ায় তোলা হয়েছিল। লোকসভা ফভোটে বিপুল জনাদেশে ক্ষমতায় ফেরার পর নেহরুর ওপর আক্রমণের সুর চড়িয়েছে দেশের শাসক দল। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা চাপিয়ে দিয়েছিলেন