নতুন দিল্লি, ৮ অক্টোবর: নরেন্দ্র মোদী সরকারের সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর প্রথম ভোটে বিজেপির প্রবল বিরোধী ফারুক আবদুল্লা-র দলের জয়জয়কার। যে ফারুক আবুদল্লা প্রতিশ্রুতি দিয়েছেন ভূ-স্বর্গকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো হবে। ভূ-স্বর্গে ৩৭০ ধারাও ফের লাগু হবে চ্য়ালেঞ্জ জানিয়েছিলেন আবদুল্লারা। ১০ বছর পর হওয়া জম্মু-কাশ্মীরের নির্বাচনের ফলপ্রকাশের পর পরিষ্কার সেখানে নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসছে এনসি, কংগ্রেস জোট। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হতে চলেছেন ওমর আবদুল্লা। ৯০ আসনের জম্মু-বিধানসভায় ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস- সিপিএম জোট পেল ৫০টি আসন। সেখানে বিজেপি ২৯টি আসনে জিতেছে। আপ ১টি ও অন্যান্যরা আরও ৮টি আসনে জিতেছে। জম্মু-কাশ্মীর বিধানসভার ফলপ্রকাশের পর এক্স প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখলেন, " জম্মু-কাশ্মীরে বিজেপির পারফরম্যান্সে আমি গর্বিত। আমাদের দলের ওপর আস্থা রেখে যারা ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি সবাইকে আশ্বস্ত করছি আমরা জম্মু-কাশ্মীরের উন্নয়নের জন্য কাজ করে যাবো। আমাদের দলের কর্মীদের পরিশ্রমের জন্য বিশেষ ধন্যবাদ। " জম্মু কাশ্মীর ন্যাশনাল পার্টিকেও তাদের দারুণ ফলের জন্য প্রশংসা করেছেন মোদী।
পাশাপাশি এবার জম্মু-কাশ্মীরের নির্বাচনকে খুব স্পেশাল অ্যাখা দিয়ে প্রধানমন্ত্রী মোদী টুইটে লিখেছেন, " সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ (এ) বিলুপ্ত হওয়ার পর প্রথম বিধানসভা নির্বাচনে বহু মানুষ ভোটদান করেছেন। এতে প্রমাণ হয়েছে সেখানকার মানুষের গণতন্ত্রের প্রতি আস্থা রয়েছে। জম্মু এবং কাশ্মীরের প্রতিটি মানুষের আমি প্রশংসা করছি।" প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত তিন দফায় হওয়া জম্মু-কাশ্মীর নির্বাচনে ভোটদানের হার ছিল ৬২ শতাংশ।
গত দুটি লোকসভার মত এবার বিধানসভায় জম্মু-তে বেশ ভাল করেছে বিজেপি। তবে কাশ্মীরে একেবারেই ভাল ফল হয়নি পদ্মশিবিরের। গত চার বছর উপত্যকায় নিজেদের গুছিয়ে নেওয়ার মত অনেক সুযোগ পেয়েছিল বিজেপি। কিন্তু কাশ্মীরে একেবারে পরাস্ত হয়েছে বিজেপির সব কৌশল। তবে জম্মু-তে কংগ্রেসকে কোনওরকম ফিরে আসার জায়গা দেয়নি গেরিয়া শিবির। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা টুইটে জানালেন, জম্মু-কাশ্মীরের মানুষের রায় তার দল মাথা পেতে নিচ্ছে। বিজেপি সভাপতি ভূ-স্বর্গে হার স্বীকার করে নিলেন।
দেখুন জম্মু-কাশ্মীরের ফল নিয়ে কী লিখলেন প্রধানমন্ত্রী মোদী
I am proud of the BJP’s performance in Jammu and Kashmir. I thank all those who have voted for our Party and placed their trust in us. I assure the people that we will keep working for the welfare of Jammu and Kashmir. I also appreciate the industrious efforts of our Karyakartas.…
— Narendra Modi (@narendramodi) October 8, 2024
জম্মু-কাশ্মীরের ফল নিয়ে কী বললেন জেপি নাড্ডা
जम्मू – कश्मीर विधानसभा चुनाव में मिले जनादेश को स्वीकार करते है। जम्मू – कश्मीर में धारा-370 हटने के बाद से हिंसात्मक घटनाओं पर अंकुश लगा है। एक समय था जब मतदान प्रतिशत बहुत कम रहता था, लेकिन इस बार के चुनाव में भारी संख्या में मतदान लोकतंत्र के महोत्सव में जनता के अभूतपूर्व…
— Jagat Prakash Nadda (@JPNadda) October 8, 2024
ভূ-স্বর্গে এবার ক্ষমতায় আসার জন্য মরিয়া ও হাইপ্রোফাইল সেরেছিল বিজেপি। সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোট বিজেপির কাছে অগ্নিপরীক্ষার মত ছিল। কিন্তু সেটাইতে পাশ করতে পারল না গেরুয়া শিবির। হরিয়ানার হ্যাটট্রিকের মাঝে ভূ-স্বর্গের হার মোদী-নাড্ডাদের চিন্তায় রাখল।