Indian Army In Kashmir (Photo Credit: File Photo)

শ্রীনগর, ৩০ অক্টোবর: ফের রক্তাক্ত জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। নওসেরায় রহস্যজনক বিস্ফোরণে (Blast) শনিবার প্রাণ হারান দুই সেনা কর্মী। যার মধ্যে ভারতীয় সেনার (Soldier) এক অফিসার রয়েছেন বলে খবর। নওসেরার রাজৌরিতে বিস্ফোরণের খবর ছড়াতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। কে বা কারা ওই বিস্ফোরণের জন্য দায়ি, সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন: Abhishek Banerjee: ''অভিষেককে ভয় পেয়ে এদের কী হাল'', তৃণমূলের সভা নিয়ে ত্রিপুরায় বিপ্লব দেব সরকারকে কটাক্ষ কুণালের

রিপোর্টে প্রকাশ, নওসেরার কালাল এলাকায় বিস্ফোরণ হলে, গুরুতর জখম হন দুই সেনা কর্মী। সঙ্গে সঙ্গে ওই দুই সেনা কর্মীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই মৃত্যু হয় ওই দুই সেনা কর্মীর।

 

কে বা কারা ওই বিস্ফোরণের সঙ্গে যুক্ত, সে বিষয়ে এখনও দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।