দয়া করে কেউ দিল্লি ছেড়ে যাবেন না, আবেদন কেজরির

দিল্লি, ১৯ এপ্রিল : দিল্লি (Delhi) জুড়ে আগামী ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার রাত ১০টা থেকে আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে এই লকডাউন। পরিস্থিতি অত্যন্ত গুরুতর। যা জেরেই এই লকডাউন ঘোষণা করা হয়। লকডাউনের মধ্যে কোনও পরিযায়ী শ্রমিক (Migrant Workers) যাতে দিল্লি ছেড়ে না যান, সেই আবেদন জানান অরবিন্দ কেজরিওয়াল।

তিনি বলেন, দিল্লিতে এবার খুব ছোট্ট একটি লকডাউন (Lockdown) ঘোষণা করা হয়েছে। সবাই মিলে একযোগে এই করোনা (COVID 19) পরিস্থিতির মোকাবিলা করতে হবে। লকডাউনের মধ্যে কোনও পরিযায়ী শ্রমিক দিল্লি ছেড়ে যাবেন না। শিগগিরই এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব সবাই মিলে। দিল্লিতেই থাকুন। দিল্লি ছেড়ে যাবেন না বলে হাতজোড় করে সবার কাছে প্রার্থনা করেন অরবিজন্দ কেজরিওয়াল। এমনকী, 'ম্যায় হু না' বলেও পরিযায়ী শ্রমিকদের আশ্বস্ত করেন মমতা(Mamata Banerjee)।

দেখুন...

 

দিল্লিতে ৭ দিন পর লকডাউন বাড়ানোর কোনও প্রয়োজন নেই বলে আশা প্রকাশ করেন কেজরিওয়াল।