ISRO Releases Moon's Images: চাঁদের দক্ষিণ মেরুতে দাঁড়িয়ে প্রথম ছবি, দেখুন প্রজ্ঞানের তোলা ছবিগুলো
প্রজ্ঞানের তোলা চাঁদের প্রথম ছবিগুলো প্রকাশ করল ইসরো। চন্দ্রযান ৩-এর ল্যান্ডার হরিজেন্টাল ভেলোসিটি ক্যামেরায় তোলা ছবিগুলো দেখে আনন্দিত নেটিজেনরা।
প্রজ্ঞানের তোলা চাঁদের প্রথম ছবিগুলো প্রকাশ করল ইসরো (ISRO Releases Moon's Images)। চন্দ্রযান ৩-এর ল্যান্ডার হরিজেন্টাল ভেলোসিটি ক্যামেরায় (Lander Horizontal Velocity Camera) তোলা ছবিগুলো দেখে আনন্দিত নেটিজেনরা। চন্দ্রযান ৩-এর ল্যান্ডার এবং MOX-ISTRAC-এর মধ্যে যোগাযোগের সংযোগ স্থাপন করা হয়েছে। আরও পড়ুন: PM Modi Congratulated ISRO Chief: সফল অবতরণের পরেই ইসরো প্রধান এস সোমনাথকে ফোন, ইসরোকে অভিনন্দন মোদির; Video
দেখুন ভিডিয়ো:
পরে একটি ছবি প্রকাশ করা হয় যেখানে চন্দ্রযান ৩-এর অবতরণের জায়গার (Chandrayaan-3's landing site) একটি অংশ দেখা যাচ্ছে। মহাকাশযানের একটি পায়ের পাশাপাশি চোখে পড়ছে প্রজ্ঞানের ছায়াও (shadow)।
Tags
Ch3
Chandrayaan
Chandrayaan 3
Chandrayaan 3 Landing Date
Chandrayaan 3 Landing Date and Time
Chandrayaan 3 Landing Time
Chandrayaan 3 News
Chandrayaan 3 Update
Chandrayaan-2
Chandrayaan-3 Launch Date
Chandrayan-3
ISRO
ISRO Releases Moon's Images
Lander Horizontal Velocity Camera
Moon
Moon Landing
চাঁদে ভারত
চাঁদের দক্ষিণ মেরুর ছবি