দিল্লি, ৮ মার্চ: এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি ( Manoj Tiwari )। দিল্লি সরকারের এলাকার মধ্যে পড়ে দিল্লি জেল। তাহলে মণশ সিসোদিয়ার অনিষ্ট করার কেউ কীভাবে মিলতে পারে তিহাড় জেল থেকে? মণীশ সিসোদিয়া (Manish Sisodia) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ। ফলে কেজরির বহু গোপণ তথ্য সিসোদিয়া জানেন। সেই কারণেই কি মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়াল চক্রান্ত করছেন বলে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি।
মদের দোকানে বেআইনি লাইসেন্স মামলায় গ্রেফতার করা হয় মণীশ সিসোদিয়াকে। গ্রেফতারির পর সিসোদিয়াকে রাখা হয় তিহাড় জেলে। সেই সঙ্গে গ্রেফতারির পর মণীশ সিসোদিয়া মন্ত্রীত্ব থেকেও ইস্তফা দেন। মণীশ সিসোদিয়ার পাশাপাশি দিল্লির আর এক মন্ত্রী সত্যেন্দ্র জৈনও ইস্তফা দেন। যা নিয়ে ইতিমধ্যেই রাজধানীর রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।