লোকসভা ভোটের মুখে কংগ্রেসে ফের নক্ষত্রপতন। হাত শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দেশের বিশিষ্ট শিল্পপতি তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ নবীন জিন্দল (Naveen Jindal)। গান্ধী পরিবারের খুবই ঘনিষ্ঠ ছিলেন নবীন জিন্দল। ২০০৪ লোকসভা নির্বাচনে হরিয়ানার কুরুক্ষেত্র কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন নবীন জিন্দাল। ২০০৯ লোকসভা ফের তিনি জিতেছিলেন কংগ্রেসের টিকিটেই। তবে ২০১৪ লোকসভায় তিনি কুরুক্ষেত্রের ভোট যুদ্ধে পরাস্ত হয়েছিলেন বিজেপি-র রাজ কুমার সাইনির বিরুদ্ধে। ২০১৯ লোকসভা ভোটে নবীন জিন্দালকে আর দাঁড় করায়নি কংগ্রেস।
কংগ্রেসে থাকাকালীন সংসদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কমিটিতে ও দায়িত্বে ছিলেন তিনি।
দেখুন খবরটি
VIDEO | Industrialist and former Congress MP Naveen Jindal (@MPNaveenJindal) joins BJP in the presence of the party’s general secretary Vinod Tawde in Delhi. pic.twitter.com/uiaXdDTXXf
— Press Trust of India (@PTI_News) March 24, 2024
বিজেপিতে যোগ দিয়ে কুরুক্ষেত্র থেকে বিজেপির টিকিটে লড়তে চলেছেন নবীন জিন্দাল। ২০১৪ লোকসভায় কুরুক্ষেত্র আসনে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে তৃতীয় হয়েছিলেন তিনি।