Indigo (Photo Credit: X@ANI)

এবার বোমা হামলার হুমকি পেল ইন্ডিগো (IndiGo) কর্তৃপক্ষ। শনিবার জেদ্দা থেকে হায়দরাবাদগামী একটি ফ্লাইটকে উড়িয়ে দেওয়ার হুমকি মেইল পেল বিমান সংস্থা। তাই তড়িঘড়ি মোড় ঘুরিয়ে মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করা হল বিমানে। যদিও তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত এমন কোনও সন্দেহজনক জিনিস উদ্ধার হয়নি বলেই দাবি সংস্থার আধিকারিকরা। তবে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তার খাতিরে তদন্ত চালানো হচ্ছে। সেই কারণে বিমানটি এখনও হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেয়নি বলে জানা যাচ্ছে।

তল্লাশি অভিযান জারি রয়েছে

সূত্রের খবর, এদিন ইন্ডিগো ফ্লাইট ৬ই ৬৮টি ১৯৮৪ মাদ্রাজ বিমানবন্দর বিস্ফোরণ কায়দায় উড়িয়ে দেওয়া হবে, এমনই একটি হুমকি আসে সংস্থার কর্তৃপক্ষের কাছে। হুমকি পাওয়ার পরই ফ্লাইটের ক্যাপ্টেনকে মুম্বইতে জরুরি অবতরণ করার নির্দেশ দেওয়া হয়। অবতরণের পর বিমানটি তড়িঘড়ি ফাঁকা করে তল্লাশি অভিযান শুরু হয়। এদিকে বিমানযাত্রীদের যাত্রা বিঘ্নিত হওয়ার জন্য যে জল বা খাবারের সমস্যা হবে না, তা নিশ্চিত করে বিমান কর্তৃপক্ষ।

আতঙ্কিত যাত্রীরা

সংস্থার তরফ থেকে এই সংক্রান্ত বিবৃতিতে অবশ্য বোমাতঙ্কের বিষয়টি সুনিশ্চিত করে বলা হয়নি। তবে তাঁরা জানিয়েছে নিরাপত্তাজনিত সমস্যার কারণেই মুম্বইতে জরুরি অবতরণ করানো হয়েছে বিমানটিকে। এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীদের একাংশ।