Sheikh Hasina In G20: বাংলাদেশে সাধারণ নির্বাচনের আগে জি ২০ সম্মেলনে শেখ হাসিনাকে আমন্ত্রণ, মাস্টারস্ট্রোক ভারতের!
কয়েকদিন আগে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশ না হতে পারার জন্য বাংলাদেশের অনেকের মনেই ভারতের সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছিল। যার পিছনে ইন্ধন ছিল চিনেরও।
নয়াদিল্লি: কয়েকদিন আগে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশ না হতে পারার জন্য বাংলাদেশের (Bangladesh) অনেকের মনেই ভারতের (India) সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছিল। যার পিছনে ইন্ধন ছিল চিনেরও। কিন্তু, দিল্লিতে (Delhi) হতে চলা আসন্ন জি ২০ বৈঠকে (G20 Summit) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Bangladesh PM Sheikh Hasina) আমন্ত্রণ জানিয়ে মাস্টারস্ট্রোক (masterstroke) দিল ভারত (India)। এর ফলে একদিকে যেমন ব্রিকসকে কেন্দ্র করে সদ্য তৈরি হওয়া ঢাকার অভিমান দূর হবে তেমনি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে (Bangladesh general elections) এর থেকে ফসল তোলার সম্ভাবনা বেড়ে যাবে বতর্মান দেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামি লিগের। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
তাঁদের মতে, আসন্ন জি ২০ বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত জন্য বাংলাদেশকে বিশেষ আমন্ত্রণ পত্র (special invitation) পাঠিয়েছে ভারত। এর ফলে প্রতিবেশী দেশের কাছে ভারতের সৌভ্রাতৃত্বের (goodwill) ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ঢাকার সাধারণ নির্বাচনের দিকে যখন কড়া নজর রাখছে আমেরিকা (USA) তখন জি ২০-তে বাংলাদেশের যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে, চলতি বছরের শুরুতে ওয়াশিংটন (Washington) সেই সমস্ত বাংলাদেশিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা (visa restrictions) জারির হুমকি দিয়েছিল যারা দেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াতে ব্যাঘাত করেছে। এই সমস্যাগুলি আসা সত্ত্বেও, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে তার দ্বিপাক্ষিক সম্পর্ক ও লেনদেন স্বাভাবিক ভাবেই বজায় রেখে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি শুক্রবার G20 সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছাবেন। জি ২০-এর মেগা ইভেন্টের আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। আরও পড়ুন: Sanatan Dharma Remark Row: 'সনাতন ধর্ম কুষ্ঠ, HIV-র মত', ডিএমকে নেতা A Raja-র মন্তব্যে ফের বিতর্কের ঝড়