US Air Force (Photo Credit: X)

দিল্লি, ৭ জানুয়ারি: গত ৪ জানুয়ারি অভিবাসীদের নিয়ে ভারতে (India) এসেছে মার্কিন সেনা বিমান (US Air Force)। মার্কিন সেনা বিমান সি-১৭ ভারতে নামতেই সেখান থেকে ১০৪ জনকে নামানো হয় অমৃতসরে। যাঁদের মধ্যে পুরুষের পাশাপাশি মহিলা এবং শিশুও ছিলেন। নাগরিকত্ব ছাড়া মার্কিন মুলুকে ওই সমস্ত ভারতীয় থাকছিলেন বলেই তাঁদের দেশে ফেরায় ট্রাম্প সরকার। এমনই একজন লভপ্রীত কউর। অমৃতসরে নামার পর লভপ্রতী জানান, আমেরিকায় যাওয়ার জন্য তিনি এজেন্টকে ১ কোটি টাকা দিয়েছিলেন। বেশ কয়েক বছর আমেরিকায় (America) বসবাসের পর লভপ্রীত তাঁর ১০ বছরের সন্তানকে নিয়ে ভারতে ফেরেন।

এজেন্টকে ১ কোটি দিয়ে লভপ্রীতরা কীভাবে 'ডাঙ্কি' দিয়ে আমেরিকায় পৌঁছন, সেই কাহিনী শোনান তিনি। লভপ্রীত জানান, মেক্সিকো থেকে যখন আমেরিকায় ঢুকছিলেন, সেই সময় মার্কিন পুলিশ তাঁদের পাকড়াও করে। ল্যাতিন আমেরিকা থেকে ডাঙ্কি দিয়ে তাঁরা আমেরিকায় প্রবেশ করেন বলে জানান লভপ্রীত। আমেরিকায় বেশ কয়েক বছর লভপ্রীতরা থাকার পর এবার অমৃতসরে ফিরতে হয় তাঁদের। যেখানে লভপ্রীতের শ্বশুরের কয়েক একর চাষের জমি রয়েছে। বউমা এবং নাতিকে নিতে এসেছিলেন সেই প্রৌঢ়। তবে আমেরিকা থেকে ফেরার আগে কী হয় তাঁদের সঙ্গে, সে বিষয়ে লভপ্রীত মুখ খুলতে চাননি।

লভপ্রীতের আমেরিকায় যাওয়ার জন্য যেভাবে চাষের জমি বন্ধক রেখে অর্থ জোগাড় করা হয়, সে বিষয়ে প্রায় সবকিছু জানেন গ্রামপ্রধান। তাই লভপ্রীত বাড়িতে ফেরার পর, মন খারাপ হয়ে যায় পরিবারের প্রত্যেকের।

কীভাবে লভপ্রীতরা আমেরিকায় পৌঁছন?

লভপ্রীত এবং তাঁর ছেলেকে প্রথমে কলম্বিয়ায় নিয়ে যাওয়া হয়। তারপর সান স্যালবাডর থেকে বিমান ধরেন তাঁরা। সান স্যালভাডর থেকে বিমানে চেপে গুয়াতেমালায় পৌঁছন। সেখান থেকে মেক্সিকো। মেক্সিকো সীমান্তে বহু ঝক্কি সামলে অবশেষে আমেরিকায় প্রবেশ করতে পারেন তাঁরা। মেক্সিকোতেই লভপ্রীতদর পাকড়াও করে মার্কিন পুলিশ। বহু কষ্টে ছাড়া পেয়ে ২৭ জানুয়ারি তাঁরা আমেরিকায় ঢোকেন।

আমেরিকায় ঢোকার পর তাঁদের সিম কার্ড নষ্ট করে ফেলতে বলা হয়। সমস্ত গয়নাগাটিও খুলে ফেলেন লভপ্রীত। এরপর মার্কিন পুলিশ হাতকড়া পরিয়ে তাঁদের ক্যাম্পে রাখে। ক্যাম্পে ২ দিন কাটানোর পর লভপ্রীত এবং তাঁর ছেলেকে ফের ভারতে পাঠানোর বন্দোবস্ত করে ট্রাম্প পুলিশ অন্যদের সঙ্গে। লভপ্রীত জানান, তাঁদের হাতে, পায়ে হাতকড়া পরানো হয়। শিকল দিয়ে বেধে রাখা হয়। ওই সময় ট্রাম্প প্রশাসন তাঁদের জানতেও দেয়নি, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। বিমান  অমৃতসরে নামলে, তাঁরা দেখেন, ভারতে পৌঁছেছেন লভপ্রীতরা।