নয়াদিল্লি: কানাডার প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের পরেই উত্তেজনা ছড়িয়েছে কানাডায় (Canada)। শিখ ফর জাস্টিস নামে একটি উগ্রপন্থী খালিস্তানি সংগঠনের (Khalistani) পক্ষ থেকে ২ ঘণ্টার মধ্যে হিন্দুদের (Hindu) কানাডা (Canada) ছাড়ার হুমকি দিয়েছে। এর মাঝেই ভারতীয় বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) কানাডায় অবস্থিত ভারতীয় নাগরিক (Indian Nationals) ও পড়ুয়াদের (Students) জন্য পরামর্শ দিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে।
তাতে উল্লেখ করা হয়েছে, কানাডায় যেভাবে ভারত-বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধের ঘটনা বাড়ছে তাতে সেখান বাসবাসকারী ও ঘুরতে যাওয়া ভারতীয়দের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওসা হচ্ছে।
সম্প্রতি, কানাডায় বাসবাসকারী ভারতীয় কূটনীতিবিদ ও ভারত-বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যাঁরা লড়াই করছেন সেই সমস্ত মানুষকে টার্গেট করা হচ্ছে। তাই ভারতীয় নাগরিক ও পড়ুয়াদের ওই সমস্ত জায়গায় যেতে বারণ করা হচ্ছে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে।
ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সবসময় কানাডার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে যেখানেই ভারতীয়দের উপর হামলার ঘটনা ঘটছে সেইখানে ভারতীয়দের নিরাপত্তার ব্যবস্থাটি আরও জোরদার করা হচ্ছে। বিশেষ করে ভারতীয় পড়ুয়াদের বিশেষ ভাবে সতর্কতা মেনে চলতে বলা হচ্ছে। এবং প্রয়োজনে দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। আরও পড়ুন: Sonia Gandhi: 'সোনিয়া গান্ধী কলার ধরার চেষ্টা...', ২০১২ সালের পুরনো ঘটনা তুলে এনে অভিযোগ বিজেপি সাংসদের
Advisory for Indian Nationals and Indian Students in Canada:https://t.co/zboZDH83iw pic.twitter.com/7YjzKbZBIK
— Arindam Bagchi (@MEAIndia) September 20, 2023