শশী থারুর (Photo Credit: PTI)

রাশিয়ার সঙ্গে ভারতে বন্ধুত্বতা বাড়ানোর কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের রোষের মুখে পড়েছে ভারত। ইতিমধ্যেই ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ভারতের ওপর। অন্যদিকে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ভারত ও রাশিয়ার মৃত অর্থনীতি নিয়ে তলিয়ে যাচ্ছে। তাঁর এই মন্তব্যের পর বিতর্কের আগুন ছড়িয়েছে এদেশের রাজনীতিতে। আর সেই কারণে বিরোধীদের নিশানায় মোদী সরকার। কংগ্রেস, তৃণমূল, সিপিএমের নেতারা সমালোচনায় বিদ্ধ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এদিকে আবার বিরোধী শিবিরে থেকেও উল্টোসুর শোনা গেল কংগ্রেস সাংসদ শশী থারুরের (Shashi Tharoor) গলায়।

শশীর মন্তব্যে ফের শুরু বিতর্ক

তিনি অবশ্য বিশেষ কিছু বলেননি, তবে অল্প শব্দ খরচ করেই তিনি বুঝিয়ে দিয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেদের পথে তিনি হাটবেন না। শুক্রবার এই প্রসঙ্গে সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক সাংবাদিক প্রশ্ন করলে, তার জবাবে হাসতে হাসতে তিনি বলেন, “ভারতের অর্থনীতি একেবারেই মৃত নয়। এটা সকলেই জানেন”। শশীর এই মন্তব্যের জেরে ফের জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। তাহলে কী স্রেফ রাজনীতির জন্যই রাহুলরা ট্রাম্পের মন্তব্যকে সমর্থন করছে, এটাই এখন বড় প্রশ্ন।

দেখুন ভিডিয়ো

বেসুরো শশী থারুর

বিগত কয়েকমাস ধরেই বেসুরো শশী থারুর। অপারেশন সিঁদুর নিয়ে মোদীর ভূয়সী প্রসংশা থেকে একাধিক বিষয়ে কেন্দ্র সরকারের গুনগান করে দলের অস্বস্তি বাড়িয়েছেন শশী। এই নিয়ে কংগ্রেস নেতৃত্ব তাঁকে সতর্ক করলেও তিনি বিশেষ কর্ণপাত করেননি। ফলে এবারে ফের দলের নীতির বিরুদ্ধে গিয়ে আবারও বিতর্ক শুরু করেছেন কংগ্রেস সাংসদ।