দিল্লি, ১৩ সেপ্টেম্বর: বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক বুধবার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কীভাবে আসন ভাগাভাগি হবে বিভিন্ন রাজ্যে জোটের সদস্যদের মধ্যে, সে বিষয়ে আজকের বৈঠকে কথা হবে। গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিতে কীভাবে রণকৌশল সাজাবে, তা ইন্ডিয়া ব্লকের আজকের বৈঠকে পর্যালোচনা হবে বলে খবর। বিজেপির বিরুদ্ধে রণকৌশল সাজাতে প্রত্যেকটি দল নিজেদের দম্ভ এবং আত্মচিন্তা পাশে সরিয়ে সবার স্বার্থে একযোগে কাজ করবে। এই মন্ত্র নেওয়া হয়েছে ইন্ডিয়া ব্লকের কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠকে।
জানা যাচ্ছে, দিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবনে বসবে ইন্ডিয়া ব্লকের কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। ১৩ সেপ্টেম্বর বিকেলে বৈঠক শুরু হওয়ার কথা। সবকিছু মিলিয়ে ইন্ডিয়া ব্লকের কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়েছে।