বিয়ের অনুষ্ঠান আচমকাই বদলে গেল বিশাদে। আগ্রায় বড়সড় পথ দুর্ঘটনা (Agra Road Accident)। আহত ৩ শিশু সহ কমপক্ষে ১৫ জন। বুধবার সকালে সিকান্দ্রা থানার অন্তর্গত রুনাক্তা এলাকার খাদবাইতে একটি মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ধাক্কা মারে। সেই সময় ঘটনাস্থলে একদল শিশু, মহিলা রাস্তার ধারে নাচছিলেন। ঘটনাস্থলে তাঁরা আহত হন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

গাড়ির ধাক্কায় আহত অনেকে

জানা যাচ্ছে, আহতরা বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এবং রীতি অনুযায়ী এই সময় রাস্তায় গান বাজিয়ে অনেকেই আনন্দে নাচছিলেন। এদিনও তাই করছিলেন অতিথিরা। সেই সময়ই মারুতি ইকো গাড়িটি এসে ওই ভিড়ের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। আর গাড়ির ধাক্কায় আহত ১৮ জন। যাঁদের মধ্যে ৩ শিশু ও বাকি মহিলা ছিলেন। ঘটনার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ঘাতক গাড়ির চালক।

দেখুন ভিডিয়ো

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করে। তারপর পলাতক চালককেও গ্রেফতার করা হয়। যদিও গাড়ি চালানোর সময় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন নাকি, গাড়িতে কোনও সমস্যা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় শোকস্তব্ধ দুই পরিবার।