নতুন দিল্লি, ১ মে: তাঁর বিরুদ্ধে চলা আন্দোলনকে যতটা সম্ভব রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করলেন বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশেনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং (Brij Bhushan Singh)। ব্রিজ ভূষণ বললেন, " দল চাইলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইলে। অমিত শাহ, জেপি নাড্ডা-রা চাইলে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন।" অথচ ক দিন আগেই বিজেপির দাপুটে সাংসদ বলেছিলেন, তিনি কিছুতেই পদত্যাগ করবেন না। কারণ সেটা করলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তিনি মেনে নিচ্ছেন বলে ভুল বার্তা যাবে। প্রসঙ্গত, সাত মহিলা কুস্তিগিরের আনা অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ তার বিরুদ্ধে যৌন হেনস্থায় দুটি এফআইআর দায়ের করেছে। তার মধ্যে একটি পসকো আইনে আনা।
তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে দেশের কুস্তিগিরদের আন্দোলন নিয়ে ব্রিজ ভূষণ বললেন, " অ্যাথলিটরা অর্থের বিনিময়ে প্রতিবাদ দেখাচ্ছেন। টুকরে টুকরে গ্যাং থেকে শাহিন বাগ, কৃষি আন্দোলন করা শক্তি কিছু কুস্তিগিরদের সামনে রেখে যন্তরমন্তরে প্রতিবাদ করছে। ওদের লক্ষ্য কিন্তু আমি নয়। ওদের আসল লক্ষ্য হল বিজেপি। শাহিন বাগের মত যন্তরমন্তরেও আন্দোলনের বহর বাড়ছে। ওরা চাইছে উত্তর প্রদেশ ও হরিয়ানার মধ্যে দ্বন্দ্ব করা।"আরও পড়ুন-প্রবীণ নাগরিকদের ছাড় তুলে দিয়ে রেলের বার্ষিক আয় ২ হাজার ২৪২ কোটি টাকার
দেখুন ভিডিয়ো
#WATCH | If my party asks me to resign, I will resign...Forces involved in 'Tukde Tukde gang', Shaheen Bagh, 'Kisaan Andolan' seem to be involved in it (Wrestlers' protest), I am not their target, party (BJP ) is their target, these athletes are paid. Protest is expanding like… pic.twitter.com/AUzVGnk39V
— ANI (@ANI) May 1, 2023
এর আগে ব্রিজ ভূষণ বলেছিলেন, কুস্তিগিরদের এই আন্দোলন আসলে পুরোপুরি কংগ্রেস ও দেশের কিছু শিল্পপতিদের তৈরি করা। বেশিরভাগ কুস্তিগিরই তার সঙ্গে আছেন বলে দাবি করেছিলেন তিনি।