বেঙ্গালুরু, ১৫ মে: আচমকাই দিল্লি সফর বাতিল করলেন কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার (DK Shivakumar)। মুখ্যমন্ত্রী বাছাতে সিদ্দারামাইয়রার সঙ্গে শিবকুমারকেও সোমবার দিল্লিতে বৈঠকে ডেকেছিল কংগ্রেস হাইকমান্ড। সিদ্দারামাইয়া দুপুরেই দিল্লি চলে যান। কিন্তু শিবকুমার সন্ধ্যায় জানালেন, তিনি দিল্লি যাচ্ছেন না। তাঁর পেটে সংক্রমণ হয়েছে, তাই তিনি দিল্লিতে দলের বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না। সঙ্গে তিনি বলেন, ১৩৫ জন বিধায়কই কংগ্রেসের, তাঁর কেউ নয়। শিবকুমারের গলায় ঝরে পড়ল অভিমান। মুখ্যমন্ত্রী বাছার দায়িত্ব তিনি হাইকমান্ডের ওপরেই ছাড়লেন বলে জানালেন কনকপুরার তারকা বিধায়ক।

অনেকেই বলছেন, শিবকুমার খবর পেয়ে গিয়েছেন, হাইকমান্ড কর্ণাটকের সিংহাসনে বসাচ্ছে সিদ্দারামাইয়াকেই। আর তাই দিল্লি সফর বাতিল করলেন। এর আগে সিদ্দারামাইয়া (Siddaramaiah) দাবি করেন, কর্ণাটকে দলের অধিকাংশ বিধায়কই তাঁকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছে। আরও পড়ুন-গ্রীষ্মের দাবদাহে হিটস্ট্রোকে মৃত্যু নয় মাসের অন্তঃসত্ত্বা মহিলার

দেখুন টুইট

প্রসঙ্গত, ২০১৩-১৮ পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্দারামাইয়া। প্রশাসন চালানোর অভিজ্ঞতা, স্বচ্ছ ভাবমূর্তি, দুর্নীতির অভিযোগ না থাকা, দলীয় বিধায়কদের মধ্যে জনপ্রিয়তার জন্য সিদ্দারামাইয়াই মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে ছিলেন। তবে কর্ণাটকে কংগ্রেসের জয়ের মূল কারিগর রাজ্য সভাপতি শিবকুমার। সেটা এক কথায় সবাই স্বীকার করছেন।

দুপুরেই শিবকুমার বলেছিলেন, "আমার নেতৃত্বে ভোটে লড়েই কর্ণাটকে ১৩৫টি আসনে জিতেছে কংগ্রেস। আমরা সবাই একই স্বরে দাবি করেছি দলের হাইকমান্ড ঠিক করুক রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন। আমার লক্ষ্য হল কর্ণাটকের হয়ে কাজ করা, অতীতেও আমি সেটা করে দেখিয়েছি।" কনকপুরা কেন্দ্র থেকে রেকর্ড ১ লক্ষ ২২ হাজার ভোটে জিতে টানা আটবার রাজ্যের বিধায়ক নির্বাচিত হন শিবকুমার। দলের জয়ের পর সাংবাদিকদের সামনে আনন্দে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন তিনি।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস পায় ১৩৬টি আসন। বিজেপি ৬৬টি, জেডি (এস) ১৯টি ও নির্দলরা জেতে ৪টি-তে। এক নির্দল বিধায়ক কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেছে।